প্রতীকী ছবি
বাংলাদেশের রফতানি আয়ের ৮৩% আসে তৈরি পোশাক (গার্মেন্টস) থেকে। এই শিল্প টিকে রয়েছে ইউরোপ ও মার্কিন বাজারের উপর। কিন্তু করোনা সংক্রমণে বিপর্যস্ত এই দুই অঞ্চলের ক্রেতারা বিপুল বরাত বাতিল করছেন। ফলে সঙ্কটে পড়ছে সামগ্রিক ভাবে বাংলাদেশের অর্থনীতিই। এই পরিস্থিতিতে দূরত্ব-বিধি মেনে উৎপাদন চালুর অনুমতি চাইছিল পোশাক শিল্প। রবিবার নতুন সপ্তাহের শুরুতে ঢাকা, চট্টগ্রাম, গাজিপুর-সহ শিল্পাঞ্চলগুলির ৩৫০-এরও বেশি পোশাক কারখানা কাজ শুরু করল।
দেশের পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, বাংলাদেশ থেকে বছরে ৩০০০ কোটি ডলারেরও বেশি পণ্য রফতানি হয়। এখনও পর্যন্ত ১১৪৪টি কারখানার ৩১৭ কোটির অর্ডার বাতিল হয়েছে। আরও হচ্ছে। এই সব কারখানায় ২২.৭০ লক্ষেরও বেশি শ্রমিক রয়েছেন। তাঁরা তো বটেই, বিপাকে পড়েছেন মালিকেরাও।
সরকারের তরফে রফতানি শিল্পের জন্য ৫০০০ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, সপ্তাহের শুরুতে তার প্রথম কিস্তি হিসেবে পোশাক-সহ বিভিন্ন শিল্পের জন্য ২০০০ কোটি বরাদ্দ হয়েছে। বাংলাদেশ ব্যাঙ্ক জানিয়েছে, যে সব চালু সংস্থা মোট উৎপাদনের অন্তত ৮০% রফতানি করে, তারা ২% সার্ভিস চার্জ দিয়ে এই তহবিল থেকে সুদহীন ঋণ পেতে পারে। তবে শর্ত, শ্রমিক ছাঁটাই করা চলবে না।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারের অবশ্য অভিযোগ, বছরে ৩০০০ কোটি ডলারের ব্যবসা করলেও নানা অজুহাতে শ্রমিকদের বেতন আটকে দেন মালিকেরা। তাঁর দাবি, ৩০% শ্রমিক এখনও মার্চের বেতন পাননি। ৫৫টি কারখানার ২৫,০০০ শ্রমিকের বেতন কয়েক মাস বকেয়া।
বিজিএমইএ-র সহ-সভাপতি ফয়সাল সামাদ এ দিন দাবি করেন, দূরত্ববিধি মেনেই কাজ শুরু করছেন তাঁরা। কিন্তু কারখানার বাইরে শ্রমিকদের ভিড়ে দূরত্ববিধি শিকেয় উঠছে বলে অভিযোগ। গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “যেখানে জীবনের নিশ্চিয়তা নেই সেখানে কারখানা চালু হয় কী করে?”
দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মত্যু। রবিবার সকাল পর্যন্ত ৫৪১৬ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। ঢাকায় ইসকন মন্দিরে থাকা ৩৬ জন সন্ন্যাসীর লালারস পরীক্ষা করে করোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে।