Coronavirus

এ বারেও পেনশন তোলার সুবিধা বহাল ডাকঘরে 

চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কল) গৌতম ভট্টাচার্য বুধবার জানান, প্রচলিত নিয়মে এ বার মাসের শেষ কাজের দিন আজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৬:৩৪
Share:

প্রতীকী ছবি

লকডাউনের মধ্যে ভিড়ভাট্টা এড়িয়ে সহজে ডাকঘর থেকে পেনশন দিতে এপ্রিলের গোড়ায় একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল ডাক বিভাগ। আরও বেশি ডাকঘর খোলার পাশাপাশি ৮০ বছরের বেশি বয়সি ও অসুস্থ পেনশন প্রাপকদের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছিলেন ডাককর্মীরা। ডাক কর্তৃপক্ষ জানিয়েছেন, মে মাসের গোড়ায় এপ্রিলের পেনশন বণ্টনেও ওই সমস্ত সুবিধা বহাল থাকছে। বরং গত বারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার গোটা ব্যবস্থা আরও নিখুঁত ও জোরদার করার চেষ্টা হচ্ছে।

Advertisement

চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কল) গৌতম ভট্টাচার্য বুধবার জানান, প্রচলিত নিয়মে এ বার মাসের শেষ কাজের দিন আজ। অর্থাৎ, ৩০ এপ্রিল থেকেই ডাকঘরে গিয়ে পেনশনের টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। যে সব ডাকঘর খোলা, সেখানে করোনা সংক্রান্ত সতর্কতা বিধি মেনে পরিষেবা দেওয়া হবে। যেগুলি খোলা নেই, সেখানকার পেনশন প্রাপকেরা নিকটবর্তী কোনও ডাকঘরে গিয়ে টাকা তুলতে পারবেন। তবে সে ক্ষেত্রে কখন যেতে হবে, তা জানিয়ে দেবে ডাক বিভাগ। কোনও কারণে ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারলে, সেই ডাকঘরের পেনশন প্রাপকদের সংগঠনকে সেই তথ্য জানিয়ে দিতে বলা হবে।

পেনশনভোগী যাঁরা

Advertisement

•শুধু ডাক কর্মী ও তাঁদের পরিবারের পেনশনপ্রাপকের সংখ্যাই ৪১ হাজারের বেশি।
•তাঁদের মধ্যে চার হাজারেরও বেশি পেনশনভোগীর বয়স ৮০ বছর বা তার বেশি।
•কিছু কেন্দ্রীয় সরকারের দফতর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের একাংশের পেনশন অ্যাকাউন্ট রয়েছে ডাকঘরে। এর মধ্যে আছে কেন্দ্রীয় টেলিকম দফতর, রেল, বিএসএনএল, কয়লা খনি সংস্থা ইত্যাদি।

ডাক কর্তৃপক্ষ জানিয়েছেন, এপ্রিলের মতো এ বারও আজ থেকে ৮০ বছরের বেশি বা অসুস্থ পেনশন প্রাপকদের বাড়িতে গিয়ে পেনশনের টাকা পৌঁছে দিয়ে আসবেন ডাককর্মী। তবে অসুস্থতার ক্ষেত্রে, সেই দাবি যাচাই করে নেওয়া হবে। তবে একই দিনে এমন সকলের কাছে পৌঁছনো সম্ভব নয় বলে ধাপে ধাপে তা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় চাহিদা তুঙ্গে, ট্রেনে আসছে রসুন-ঘি

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.i•ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement