Coronavirus

ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমা

থাকছে ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট থেকে ডাকঘরেই বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের টাকা জমা দেওয়ার পদ্ধতি।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৬:০০
Share:

প্রতীকী ছবি

লকডাউনে জীবন ঘরবন্দি। তাই ডিজিটাল লেনদেনে সাবলীল হওয়ার চেষ্টা করছেন বহু মানুষ। তা সে ফোন, বিদ্যুতের বিল জমা করা হোক বা হোক বিমার প্রিমিয়াম দেওয়া। কিন্তু বিশেষত সমস্যায় পড়ছেন বয়স্কদের একাংশ। তাই মূলত তাঁদের কথা মাথায় রেখেই কয়েকটি ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। আজ থাকছে ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট থেকে ডাকঘরেই বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের টাকা জমা দেওয়ার পদ্ধতি।

Advertisement

• ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট (সিঙ্গল বা জয়েন্ট-বি) থেকে ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পের কিস্তি জমার শর্ত রয়েছে। যাঁরা এই পরিষেবার জন্য আবেদন করেছেন ও ডাক বিভাগ তা ‘অ্যাক্টিভেট’ করেছে, তাঁরাই সেই সুযোগ পাবেন।
• লেনদেনের জন্য অনলাইন অ্যাকাউন্ট খুলতে https://eba•ki•g.i•diapost.gov.i• ওয়েবসাইটে যান।
• ‘নিউ ইউজ়ারে’ ক্লিক করে কাস্টমার আইডি-সহ তথ্য দিয়ে লগ ইন ও লেনদেনের আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করুন।
• পাসবুকে লেখা ‘সিআইএফ আইডি’ হল গ্রাহকের কাস্টমার-আইডি।
• ফের একই ওয়েবপেজে গিয়ে লগ ইন করুন। লেনদেনের সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন বেছে তার উত্তর দিন। নেটে লেনদেনের অ্যাকাউন্ট এ বার পুরোপুরি তৈরি।
• এর পর থেকে ওই ওয়েবপেজেই ইউজ়ার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবার সুবিধা নিতে পারবেন। ইউজ়ার আইডি হিসেবে কাস্টমার আইডি বা সিআইএফ-আইডি দিতে হবে। চাইলে পরে এক বারই তা বদলে পছন্দ মতো ইউজ়ার আইডি তৈরির সুযোগ মিলবে।
• পরের পাতায় অ্যাকাউন্টের তথ্য ও লেনদেন-সহ নানা অপশন দেখতে পারবেন।

আরও পড়ুন: রোজকার খরচ মিলবে এতে? সংশয়ী একাংশ

Advertisement


কী কী সম্ভব এই পরিষেবায়

• উপরের ‘ট্রানজ়াকশন’ মেনু থেকে বিভিন্ন লেনদেন পরিষেবার সুযোগ পাবেন।
• যেমন, ওই মেনু থেকে ‘ইনিশিয়েট ফান্ড ট্রান্সফার উইদিন ডিওপি’-তে ক্লিক করে এক সেভিংস অ্যাকাউন্ট থেকে অন্যটিতে টাকা পাঠাতে পারেন।
• অন্যের সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠাতে ম্যানেজ পেয়ি অপশনে গিয়ে অ্যাড বেনিফিশিয়ারিতে সেই অ্যাকাউন্ট নম্বর জুড়তে হবে। তবে তা সিবিএস ব্যবস্থা যুক্ত ডাকঘরের অ্যাকাউন্ট হতে হবে।
• একই ভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে পিপিএফ, রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনার কিস্তি দেওয়া ও ঋণ শোধও করতে পারবেন সংশ্লিষ্ট অপশনে ক্লিক গিয়ে।
• ইন্ডিয়া পোস্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমেও পরিষেবা মিলবে।
• এ ছাড়াও পরিষেবা মিলবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অ্যাপ মারফতও।

আরও পড়ুন: ঘরে বসে সরকারি পরিষেবা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement