প্রতীকী ছবি
করোনার জেরে স্তব্ধ অর্থনীতিকে কতটা ধাক্কা সামলাতে হবে, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে বৃহস্পতিবার বণিকসভা সিআইআই তাদের রিপোর্টে জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি বড়জোর হতে পারে ১.৫%। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দেরি হলে জিডিপি সরাসরি ০.৯% কমতেও পারে। মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস জানিয়েছে, এই বৃদ্ধি নামতে পারে ০.৮ শতাংশে। আর বিশ্বের অর্থনীতি সরাসরি কমতে পারে ৩.৯%।
পরিস্থিতি সামাল দিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে সিআইআই। ঘটনা হল, ইতিমধ্যেই ১.৭ লক্ষ কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। একগুচ্ছ পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে বণিকসভাটির বক্তব্য, ক্রয়ক্ষমতা বাড়িয়ে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে আরও ২ লক্ষ কোটি টাকা জনধন অ্যাকাউন্টে দেওয়া উচিত। শিল্প সংস্থাগুলিকে পুঁজি জোগানোর জন্যও বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে রিপোর্টে।
একই দিনে ‘গ্লোবাল ইকনমিক আউটলুক’ রিপোর্টে ফিচ জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর ২.৮ লক্ষ কোটি ডলার আয় কমতে পারে সারা বিশ্বে। অন্য দিকে, গত পাঁচ সপ্তাহে আমেরিকায় বেকারত্বের জন্য সরকারি সুবিধা পেতে প্রায় ২.৬ কোটি মানুষ আবেদন জানিয়েছেন বলে খবর। যার অর্থ, ২০০৮ সালের বিশ্ব মন্দার পরে তৈরি হওয়া নতুন কাজের প্রায় পুরোটাই ক্ষয় হওয়া।
আরও পড়ুন: ছোট শিল্পের পাশে দাঁড়াতে মাঠে রাহুল
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)