প্রতীকী ছবি।
পাঁচ দফা লকডাউনের পর সোমবার থেকে অনেক ক্ষেত্রেই কড়াকড়ি শিথিল করেছে কেন্দ্র ও রাজ্য। চাইছে, ধীরে ধীরে হলেও শুরু হোক আর্থিক কর্মকাণ্ড। সেই অনুযায়ী বিধি মেনে শপিং মলের পাশাপাশি খুলতে শুরু করেছে আরও বেশি খুচরো বিপণি। কিন্তু কেনাকাটা বাড়বে কতটা? তা নিয়ে যথেষ্ট সন্দিহান সংশ্লিষ্ট মহল। খুচরো ব্যবসার সংগঠন রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (আরএআই) এক সমীক্ষায় উঠে এসেছে, লকডাউন উঠলেও কেনাকাটায় কাটছাঁট কিন্তু অব্যাহত রাখবেন সাধারণ মানুষ।
রিপোর্টে বলা হয়েছে, ৪১% ক্রেতা জানিয়েছেন, লকডাউন পরবর্তী সময়ে তাঁদের কেনাকাটা উল্লেখযোগ্য ভাবে কমবে। খানিকটা কমার ইঙ্গিত দিয়েছেন ৩৭% ক্রেতা। ১৬% বলছেন তাঁদের কেনাকাটা প্রায় একই থাকবে। খরচ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছেন মাত্র ৬%। তবে প্রায় ৬২% জানাচ্ছেন, তাঁরা বিপণিতে যাবেন। বড় শহরের তুলনায় ছোট শহরে দোকানে যাওয়ার আগ্রহ কিছুটা বেশি।
আরএআইয়ের সিইও কুমার রাজাগোপাল বলেন, ‘‘স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিয়ে ক্রেতাদের কেনাকাটায় আশ্বস্ত করতে হবে বিক্রেতাদেরই।’’