নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। —ফাইল চিত্র
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার নেমেছে ছ’বছরের তলানিতে। শুল্ক-যুদ্ধে জর্জরিত চিনেরও নীচে। কমেছে বেসরকারি লগ্নি এবং চাহিদা। আবার এরই পাশাপাশি বেকারত্বের হার পৌঁছেছে গত সাড়ে চার দশকের শীর্ষে। এই অবস্থায় বুধবার এক অনুষ্ঠানে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানালেন, অর্থনীতিকে ফের উঁচু বৃদ্ধির হারে নিয়ে যেতে কেন্দ্র বদ্ধপরিকর। কিন্তু মূল চ্যালেঞ্জ বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা।
তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনই চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। তাদের রিপোর্টে বলা হয়েছে, ওই হার হতে পারে ৬.৫%। এর আগে বলা হয়েছিল জিডিপি বাড়তে পারে ৭.২% হারে।
এ দিন কান্ত বলেন, ‘‘দেশকে ৮-৯% বৃদ্ধির কক্ষপথে ফেরাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ধারাবাহিক ভাবে অন্তত তিন দশক এই হার বজায় রাখাটাই প্রধান চ্যালেঞ্জ।’’ সেই কাজ যে সহজ নয় তা-ও বুঝিয়ে দিয়েছেন কান্ত। মনে করিয়ে দিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৮.১%। অথচ এক বছর পার হতে না হতে তা নেমেছে ৫ শতাংশে।
এ দিন এডিবি এক রিপোর্টে জানিয়েছে, মূলত শুল্ক-যুদ্ধের প্রভাবেই এশিয়ার বিভিন্ন দেশে বৃদ্ধির হার কমবে। তার প্রভাব পড়বে ভারতেও। তবে একই সঙ্গে তাদের দাবি, প্রথম ত্রৈমাসিকে পিছিয়ে পড়লেও, সারা অর্থবর্ষে এ দেশের বৃদ্ধি থাকতে পারে চিনের উপরে। রিপোর্টে পূর্বাভাস, ২০২১ সালে ওই হার ৭.২ শতাংশে পৌঁছতে পারে।