Adani Group

বন্দরে ‘সাহায্য’ আদানিদের, তোপ

কংগ্রেসের অভিযোগ, আদানি পোর্টস যাতে সহজে মুন্দ্রা, হাজ়িরা এবং দাহেজ় বন্দরের নিয়ন্ত্রণ হাতে নিতে পারে, তার জন্য তাদের সাহায্য করছে সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩০
Share:

গৌতম আদানি। —ফাইল চিত্র।

গত মাসে কংগ্রেস অভিযোগ করেছিল, গুজরাতের বন্দর ক্ষেত্রে আদানি গোষ্ঠী যাতে একচেটিয়া প্রভাব গড়ে তুলতে পারে, তার জন্য সাহায্য করছে সে রাজ্যের সরকার। বুধবার সেই প্রসঙ্গ তুলে পরোক্ষে ফের ওই শিল্প গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সুসম্পর্ক’ নিয়ে আক্রমণ শানাল তারা। কংগ্রেসের অভিযোগ, আদানি পোর্টস যাতে সহজে মুন্দ্রা, হাজ়িরা এবং দাহেজ় বন্দরের নিয়ন্ত্রণ হাতে নিতে পারে, তার জন্য তাদের সাহায্য করছে সরকার।

Advertisement

এ দিন এক্স-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, ‘নির্মাণ, পরিচালনা, মালিকানা এবং সরকারের কাছে তার হাতবদলের’ (বিল্ট, অপারেট, ওন, ট্রান্সফার বা বুট) শর্তে গুজরাতের বন্দরগুলির পরিচালন ব্যবস্থা বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে আদানিদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, তিন বন্দরের নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থাকে দেওয়ার ব্যাপারে প্রতিযোগিতামূলক পদ্ধতির সুপারিশ করেছিল গুজরাত মেরিটাইম বোর্ড। কিন্তু রাজ্য সরকার সেগুলি খারিজ করে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement