Gautam Adani

আদানি নিয়ে তদন্ত হবে কি, প্রশ্ন ক্ষুব্ধ কংগ্রেসের

আদানি গোষ্ঠী মার্চের মধ্যে তাদের শেয়ার বন্ধক রেখে নেওয়া ৬৯-৭৯ কোটি ডলারের ঋণ শোধ করার পরিকল্পনা করেছে। এর আগেও আদানিরা আগাম ঋণ শোধ করেছে বলে খবর এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ০৭:৩৩
Share:

গৌতম আদানি। ফাইল ছবি।

কেন্দ্রকে চাপে রাখতে আদানিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে মঙ্গলবারও আক্রমণ বহাল রাখল কংগ্রেস। বিদেশে ভুয়ো সংস্থা খুলে বেআইনি লেনদেনের মূল চক্রী যে কর্ণধার গৌতম আদানির দাদা বিনোদ, সেই অভিযোগের কথা তুলে আজও তাদের প্রশ্ন, এ বার অন্তত ঘটনার তদন্ত হবে কি?

Advertisement

বিরোধীরা বহু দিন ধরেই অভিযোগ তুলছে, মোদী জমানায় তাঁদের দলগুলির বিরুদ্ধে সিবিআই, ইডি-র মতো তদন্তকারী সংস্থা অতি সক্রিয়। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পরেই তাই বার বার মোদীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কথা টেনে প্রকৃত তদন্তের দাবি তুলতে শুরু করেন তাঁরা। এমনকি ইডি, সিবিআইয়ের মতো সংস্থা হাত গুটিয়ে বসে থাকবে কি না, সেই কটাক্ষও ছোড়া হয়েছে এর আগে।

এরই মধ্যে সূত্রের খবর, আদানি গোষ্ঠী মার্চের মধ্যে তাদের শেয়ার বন্ধক রেখে নেওয়া ৬৯-৭৯ কোটি ডলারের ঋণ শোধ করার পরিকল্পনা করেছে। এর আগেও আদানিরা আগাম ঋণ শোধ করেছে বলে খবর এসেছে। যার প্রেক্ষিতে এই প্রশ্নও ওঠে, আচমকা আগাম ধার শোধের টাকা তারা পাচ্ছে কোথায়? আর সেই টাকা যদি থেকেই থাকে, তা হলে ঋণ নেওয়া হল কেন? বিষয়টি নিয়ে সন্দেহও প্রকাশ করেন একাংশ। বিশেষত আদানি গোষ্ঠীর বেশিরভাগ সংস্থার শেয়ার দর যেখানে লাগাতার পড়ে চলেছে।

Advertisement

মঙ্গলবার অবশ্য আদানিদের ঋণ নিয়ে ততটা আশঙ্কার কারণ না-ও থাকতে পারে বলে দাবি করেছে উপদেষ্টা সংস্থা এসইএস। তাদের মতে, গোষ্ঠীর সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে, তবে অধিকাংশেরই আর্থিক হাল বেশ ভাল। এই খবরে আজ দু’টি বাদে বাদবাকি সংস্থার শেয়ার দর বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement