—প্রতীকী চিত্র।
নোটবন্দি এবং জিএসটির ‘ভ্রান্ত’ রূপায়ণ যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) শিল্পের কোমর ভেঙে দিয়েছে, এই অভিযোগ দীর্ঘ দিনের। এ বার কংগ্রেসের দাবি, গত এক দশক ধরে মোদী সরকার পরিকল্পনা করে এবং নীতিগত ভাবে এমএসএমই-কে ধ্বংস করেছে। তাদের ঘুরিয়ে দাঁড় করাতে কেন্দ্র কী ধরনের নীতি গ্রহণ করে, তার উপরেই আগামী বাজেটের মূল্যায়ন হবে।
আজ বিবৃতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, দেশের জিডিপির ৩০% নিয়ন্ত্রণ করে ছোট শিল্প, রফতানির ৪৫%। ১২ কোটি মানুষের রুজিরুটি জড়িয়ে। তবু এই ক্ষেত্রকে ধ্বংস করতে ১০ বছর ব্যয় করেছে সরকার। এ বার আর্থিক কর্মসূচি ফিরে দেখুক।
ছোট শিল্পের জন্য ‘ক্ষতিকারক’ নীতিগুলি তুলেও ধরেছেন রমেশ। বলেছেন, নোটবন্দি আর্থিক কর্মকাণ্ডকে থমকে দিয়েছিল। জিএসটি আসার পরে বন্ধই হয়ে যায় একাংশ। পরের ধাক্কা কোভিডকালের ‘অপরিকল্পিত’ লকডাউন। এই অবস্থায় কয়েকটি বৃহৎ সংস্থা আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রমেশের অভিযোগ, ‘চান্দা দো ধান্দা লো’ প্রকল্পে সরকার বড় সংস্থার শক্তি বৃদ্ধির পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে।
কংগ্রেস নেতার কথায়, ‘‘স্বঘোষিত অজৈবিক প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের উচিত আর্থিক কর্মসূচিকে ফিরে দেখা। একতরফা নীতি নির্ধারণ এবং বন্ধু পুঁজিপতিদের সাহায্য বন্ধ করা। ছোট শিল্পকে ঘুরিয়ে দাঁড় করাতে কেন্দ্রে কী পদক্ষেপ করে, তার ভিত্তিতেই বাজেটের মূল্যায়ন হবে।’’