রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
মুষ্টিমেয় কয়েকজনের উন্নতির হাত ধরে সামগ্রিক ভাবে দেশের উন্নতি হওয়া সম্ভব নয় বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার জিডিপি-র পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বরে দেশে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.৪%। যা দু’বছরে সবচেয়ে কম। এর পরেই রবিবার এ নিয়ে এক্স-এ কেন্দ্রকে আক্রমণ করে গান্ধী বলেন, সকলে এগোনোর সমান সুযোগ পেলে, তবেই গড়াবে অর্থনীতির চাকা।
বিশেষজ্ঞদের মতে, দেশে সাধারণ মানুষের আয় তেমন ভাবে বৃদ্ধি না পাওয়াই চাহিদাকে টেনে নামিয়েছে। যার জেরে সংস্থাগুলি লগ্নি থেকে হাত গুটিয়ে থাকছে। সব মিলিয়ে প্রভাব পড়েছে বৃদ্ধিতে। রাহুল বলেন, ‘‘এটা স্পষ্ট যে— যত দিন কিছু ব্যক্তির হাতে আর্থিক উন্নতির সুফল পৌঁছবে এবং কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত ও গরিবেরা নানা আর্থিক সমস্যায় জর্জরিত হবেন, তত দিন দেশের অর্থনীতির চাকা এগোবে না।’’ সেটা করতে হলে অর্থনীতি নিয়ে ভাবনাচিন্তা দরকার।
বৃদ্ধির প্রসঙ্গে এ দিন বেশ কিছু আর্থিক পরিসংখ্যানও তুলে ধরেছেন রাহুল। তার মধ্যে খুচরো মূল্যবৃদ্ধি ৬.২১ শতাংশে পৌঁছনো, আনাজের দাম বৃদ্ধি যেমন রয়েছে, তেমনই আছে ডলারে টাকার দামের পতন, বেকারত্ব নিয়ে চিন্তা। চাহিদা কমার প্রসঙ্গে ছোট গাড়ি ও সাধ্যের আবাসন বিক্রি কমার কথাও বলেছেন তিনি। দাবি, পাঁচ বছরে ছোট ব্যবসায়ী, শ্রমিক, কর্মীদের আয় হয় কমেছে নয়তো একই আছে। জিএসটি চালুর পরে ধাক্কা খেয়েছে উৎপাদন শিল্প। ফলে কাজ কী ভাবে তৈরি হবে, প্রশ্ন কংগ্রেস নেতার।