Tea

tea: টি বোর্ডের বিরুদ্ধে তোপ অসমের চা শিল্পের

চা পর্ষদ ভেঙে দিয়ে ‘টি প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’ গড়ার প্রস্তাব দিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ০৮:১৮
Share:

ফাইল চিত্র।

চা শিল্পের প্রতি টি বোর্ডের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তাদের বিরুদ্ধে তোপ দাগল গুয়াহাটি টি অকশন বায়ার্স অ্যাসোসিয়েশন। চা পর্ষদ ভেঙে দিয়ে ‘টি প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’ গড়ার প্রস্তাব দিয়েছে তারা।

Advertisement

বাণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেলের সাম্প্রতিক অসম সফরে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে তাঁকে চিঠি দেয় সংগঠনটি। তাদের দাবি, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বোর্ডের সম্যক ধারণাই নেই। চা উৎপাদন, প্যাকেজিং, চায়ের গুণমান নিশ্চিত করা, বিপণন— এমন নানা ক্ষেত্রে সুপারিশ বোর্ডে জমা পড়লেও, তা নিয়ে কিছু করেনি তারা। ক্ষমতার ‘অপব্যবহার’ করে ইচ্ছা মতো নিয়মনীতি তৈরি করছে বোর্ড। তাতে সব চেয়ে বেশি ভুগছেন ক্ষুদ্র ও মাঝারি চা উৎপাদকেরা। নিলামে তাঁরা দর পাচ্ছেন না। অথচ বড় সংস্থা নিয়ম না-মানলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

টি বোর্ডের চেয়ারম্যান পি কে বেজবড়ুয়ার অবশ্য দাবি, ভিত্তিহীন ও একতরফা দোষারোপে কখনও গঠনমূলক আলোচনা সম্ভব নয়। বর্তমান চা আইন সংশোধনের বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন। পাশাপাশি ভবিষ্যতে নিয়ন্ত্রকের বদলে চা শিল্পের সহায়কের ভূমিকাই নিতে চলেছে বোর্ড। উল্লেখ্য, অনুপ্রিয়া গুয়াহাটি সফরে এসে জানান, ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অধীনে টি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশন স্কিমে ৯৬৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। যার সুফল পাবেন রাজ্যের ক্ষুদ্র চা চাষিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement