Flight Tickets Price

বিমানের মাত্রাছাড়া ভাড়ায় উদ্বেগ

উড়ানের ভাড়া বহু দিনই বাড়ছিল। উৎসবের মরসুমে ফের তা আরও মাথা তুলেছে। সম্প্রতি বিমানমন্ত্রী রামমোহন রাও জানান, ভাড়া মূলত চাহিদার উপরে নির্ভরশীল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ০৬:৪০
Share:

—প্রতীকী চিত্র।

অতিমারির পরে দেশের আর্থিক কর্মকাণ্ডে গতি ফিরতেই উড়ান ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। মানুষের বেড়ানোর অভ্যাস আবার ফিরে আসার পর তা অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। এই নিয়ে উদ্বেগের স্বর শোনা যাচ্ছিল রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। এ বার সংসদের পরিবহণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে বিষয়টি উঠে এল। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত, শুধু উড়ানভাড়া ও আঞ্চলিক বিমান পরিবহণ নিয়েই বৈঠক হবে। তা ছাড়া সম্প্রতি সমাজমাধ্যমে ভুয়ো হুমকি-বার্তার জেরে একাধিক উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। তা নিয়েও কথা হয়েছে।

Advertisement

উড়ানের ভাড়া বহু দিনই বাড়ছিল। উৎসবের মরসুমে ফের তা আরও মাথা তুলেছে। সম্প্রতি বিমানমন্ত্রী রামমোহন রাও জানান, ভাড়া মূলত চাহিদার উপরে নির্ভরশীল। সরকার তা নিয়ন্ত্রণ করতে চায় না। তবে ভাড়া বৃদ্ধির দিকটি কেন্দ্রের নজরে রয়েছে। এরই মধ্যে বৈঠক করল কমিটি। সূত্রের দাবি, সাংসদদের একাংশ জানিয়েছেন, ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে তো বটেই, কোনও ক্ষেত্রে দুই সংস্থার মধ্যে ভাড়ার সামঞ্জস্য নেই। সরকারি কর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত করে দেখা হচ্ছে হুমকির বিষয়টিও। বেশ কিছু সূত্র মিলেছে। ছবিটা দ্রুত আরও স্পষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement