Gold Price Hike

ফের নজির সোনার দামে

ব্যবসায়ীদের চিন্তা বাড়িয়ে আবারও নজির গড়ল সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ৫০ টাকা বেড়ে পৌঁছেছে ৮১,০৫০ টাকায়। একই হারে বেড়ে গয়নার সোনা (২২ ক্যারাট) হয়েছে ৭৭,০৫০ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৮:৪০
Share:

— প্রতীকী চিত্র।

বিয়ের মরসুমে সাধারণ ক্রেতা, ব্যবসায়ীদের চিন্তা বাড়িয়ে আবারও নজির গড়ল সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ৫০ টাকা বেড়ে পৌঁছেছে ৮১,০৫০ টাকায়। একই হারে বেড়ে গয়নার সোনা (২২ ক্যারাট) হয়েছে ৭৭,০৫০ টাকা। সব দরই জিএসটি যোগ করে আরও বেশি। এর পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বসালে পরিস্থিতি আরও সঙ্গীণ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। সে ক্ষেত্রে দেশেও সোনার দামের ঊর্ধ্বগতি বহাল থাকতে পারে বলে সতর্ক করছে তারা।

Advertisement

এই প্রেক্ষিতে সোনা শোধ শিল্পের প্রসারের জন্য বাজেটে সোনার ডোরে বারের (যে সোনার বাট খনিতে তৈরি করা হয়) আমদানি শুল্ক কমানোর আর্জি জানিয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেঢ়া বলেন, ডোরে বার শোধন করে সোনার বাট তৈরি হয়। অথচ দেশে বাটের থেকে কাঁচামাল ডোরে বারের আমদানি শুল্ক বেশি। যেমন, বাণিজ্য চুক্তির সুবাদে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৫% শুল্কে সোনার বাট আমদানি হচ্ছে। ডোরে-তে তা ৫.৩৫%। তিনি বলেন, তাই ডোরে বারের শুল্ক কমিয়ে ৪.৩৫% করার আর্জি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement