ছবি: সংগৃহীত
দেশে ব্যবসা শুরুর প্রক্রিয়াকে এ বার আরও সহজ করার পথে হাঁটতে চাইছে কেন্দ্র। এ জন্য জটিল নিয়ম-কানুন বাদ দেওয়া ও ব্যবসা শুরুর পদ্ধতিকে সহজ করার বেশ কিছু জায়গা চিহ্নিত করেছে তারা। কেন্দ্রের দাবি, পুরো প্রক্রিয়াকে এমন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে চাইলে কেউ মাত্র চার দিনেই শুরু করে দিতে পারেন নিজস্ব উদ্যোগ। এখন ভারতে একটি সংস্থা চালু করতে সময় লেগে যায় কমপক্ষে তিন সপ্তাহ।
সহজে ব্যবসার পরিবেশ গড়তে ১৯০টি দেশকে নিয়ে তৈরি বিশ্বব্যাঙ্কের তালিকায় ভারতের ঠাঁই হয়েছে ১৩০ নম্বরে। ব্যবসার পরিবেশ উন্নত করার জায়গাগুলি চিহ্নিত করতে সম্প্রতি তাই বৈঠক করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আলোচনা করেছেন, ব্যবসা শুরু করা ও সে জন্য সহজে ঋণ পাওয়ার ধাপ ছেঁটে অনেক কমিয়ে আনা নিয়ে। যাতে বিশ্বব্যাঙ্কের তালিকায় ভারতকে উপরে তোলা যায়। সিদ্ধান্ত হয়েছে, কোম্পানি বিষয়ক মন্ত্রক, প্যান/ট্যান রেজিস্ট্রেশন ও ইপিএফও এবং ইএসআই-এর বিভিন্ন পরিষেবা দেবে ই-বিজ পোর্টাল। কোম্পানি মন্ত্রক, প্রত্যক্ষ কর পর্ষদ ও শ্রম মন্ত্রক ব্যবসা শুরুর ধাপ কমিয়ে চারে নামানোর কাজ করবে। যাতে চার দিনেই ব্যবসা শুরু করা যায়। সরকারি শ্রম সুবিধা পোর্টালে জমা হবে রিটার্ন, চালান ইত্যাদি। অনলাইনে মেটানো যাবে টাকা। লক্ষ্য ছুঁতে অন্য কাজও ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন দফতর ও মন্ত্রকের মধ্যে।