—ফাইল চিত্র।
বাতিল হওয়া ১২টি খনি থেকে ফের কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া। সেগুলির মধ্যে আটটিই এ রাজ্যে। খনিগুলি রয়েছে ইস্টার্ন কোলফিল্ডসের (ইসিএল) হাতে। বাকি চারটি ভারত কোকিং কোলের (বিসিসিএল)। কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের বক্তব্য, এই ১২টি খনিতে মোট ১০৬ কোটি টন কয়লা মজুত রয়েছে। এর মধ্যে ইসিএলের খনিগুলিতে রয়েছে প্রায় ৫৯.৬০ কোটি টন। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে বছরে ১০০ কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। সে কারণেই ওই খনিগুলি থেকে ফের উৎপাদন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা সফল হলে দেশে কয়লার উৎপাদন বাড়িয়ে আমদানি কমানো যাবে। ঠিক যা চাইছে কেন্দ্রও।
কোল ইন্ডিয়া সূত্রের খবর, ওই ১২টি খনিতে যে কয়লা মজুত রয়েছে তার মান যথেষ্ট উন্নত। বেশ কয়েকটিতে ইস্পাত তৈরির জন্য প্রয়োজনীয় কোকিং কোল রয়েছে। কিন্তু প্রত্যেকটি খনিই ভূগর্ভস্থ। সেখান থেকে কয়লা তোলার প্রযুক্তির অভাবেই একটা সময়ে সেগুলি বাতিল করে দিতে হয়েছিল। কয়েকটি খনিতে উত্তোলন হয়েছিল ২০ বছর আগে। কোল ইন্ডিয়া জানিয়েছে, তাদের হাতে এখন যে প্রযুক্তি রয়েছে, তার সাহায্যে ওই খনিগুলি ফের চালু করা সম্ভব।
খনিগুলিতে কয়লা উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কোল ইন্ডিয়ারই নিজস্ব সংস্থা সেন্ট্রাল প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটকে।