জিও ফোনের ফিচার নিয়ে ধোঁয়াশা। ছবি সংগৃহীত
টেলিকমের পর মোবাইল জগতে রিলায়্যান্স জিওর ধামাকা অফারে এ বার অন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির কপালে ভাঁজ পড়েছে। আশঙ্কা, ‘বিনামূল্যে’ ফোন বিতরণ করে স্মার্টফোন তো বটেই, ফিচারফোনের বাজার নষ্ট হতে পারে। সৌজন্যে অবশ্য রিলায়্যান্স জিও। মুকেশ অম্বানির আনুষ্ঠানিক ভাবে মাত্র ১৫০০ টাকায় জিও ফোন ঘোষণার পরে, ওই ফোন নিয়ে নানা ধোঁয়াশাও তৈরি হয়েছে। ফোন সংক্রান্ত বেশ কিছু তথ্য এখনও স্পষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। জেনে নিন জিওফোন নিয়ে উঠছে যে সব প্রশ্ন।
আরও পড়ুন- জিও-র থেকেও কম দামে ৪জি প্ল্যান আনল ভোডাফোন