cyclone amphan

নিয়ন্ত্রণে বিদ্যুৎ পরিস্থিতি, দাবি

এক মাস পেরিয়ে শুক্রবার দুই সংস্থারই দাবি, যে পরিমাণ ক্ষতি হয়েছিল, সে তুলনায় সময়ের অনেক আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২০ ০৪:৫৪
Share:

ফাইল চিত্র

এক মাস আগে আমপানের জেরে অন্ধকারে ডুবেছিল সিইএসসি-র কলকাতা-হাওড়া পরিষেবা এলাকার বড় অংশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত জেলাগুলি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ৮৮ লক্ষের বেশি গ্রাহক। লকডাউনের মধ্যে রাস্তায় নেমে বিক্ষোভও দেখান তাঁরা। হস্তক্ষেপ করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাস পেরিয়ে শুক্রবার দুই সংস্থারই দাবি, যে পরিমাণ ক্ষতি হয়েছিল, সে তুলনায় সময়ের অনেক আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

Advertisement

সিইএসসি-র ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্রিবিউশন) অভিজিৎ ঘোষ এ দিন জানান, কলকাতার পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। পরিকাঠামোগত যা ক্ষতি হয়েছিল, তা সারানোর কাজ
শেষ। বণ্টন সংস্থার বক্তব্য, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জলমগ্ন কিছু এলাকায় যেখানে টাওয়ার বা বিদ্যুতের খুঁটি বসানো যায়নি, তা বাদে ক্ষতিগ্রস্ত বাকি জায়গায় পরিষেবা দিচ্ছে তারা।

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও দাবি, ৯৮% ক্ষেত্রেই বিদ্যুৎ এসেছে। তবে কিছু জলমগ্ন এলাকায় অসুবিধার মধ্যেও কাজ চলছে বলে গ্রাহককের সমস্যা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement