Century Plyboards

সেঞ্চুরি প্লাই ঢালছে ২০০০ কোটি টাকা

সংস্থা কর্তৃপক্ষের দাবি, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে প্লাইবোর্ড তৈরির নতুন কারখানা হবে। বাড়ানো হবে বর্তমান কারখানাগুলির উৎপাদন ক্ষমতাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ০৫:৫৮
Share:

ব্যবসা সম্প্রসারণের জন্য তিন বছরে ২০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে কলকাতার সেঞ্চুরি প্লাইবোর্ডস। প্রতীকী ছবি।

ব্যবসা সম্প্রসারণের জন্য তিন বছরে ২০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে কলকাতার সেঞ্চুরি প্লাইবোর্ডস। সংস্থা কর্তৃপক্ষের দাবি, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে প্লাইবোর্ড তৈরির নতুন কারখানা হবে। বাড়ানো হবে বর্তমান কারখানাগুলির উৎপাদন ক্ষমতাও। লক্ষ্য, তিন বছরে আয়কে ৫০০০ কোটিতে নিয়ে যাওয়া।

Advertisement

তবে পশ্চিমবঙ্গ ভিত্তিক সংস্থা হলেও, সেঞ্চুরির লগ্নি-পরিকল্পনায় রাজ্য নেই। সম্প্রতি তাদের নতুন ব্র্যান্ড চালুর অনুষ্ঠানে এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর কেশব ভজনকা বলেন, “জোকায় প্লাইবোর্ড তৈরির কারখানা আছে। পণ্য পরিবহণ ব্যবসার ক্ষেত্রে কলকাতা বন্দর এলাকায় রয়েছে কন্টেনার রাখার দু’টি বড় কেন্দ্র। সংস্থার সদর দফতর কলকাতায় বলে রাজ্যে আরও কারখানা গড়তে চাই। কিন্তু কাঠের জোগানে সমস্যা সেই পথে প্রধান বাধা।’’ এই সমস্যার কিছুটা মেটাতে পারলে রাজ্যে দ্বিতীয় কারখানা গড়তে চান, দাবি তাঁর। দেশে ৯টি কারখানা। আফ্রিকায় একটি।

ভজনকা জানান, ৩৫ বছরে প্রায় ১০০০ কোটি টাকা লগ্নি করেছে সেঞ্চুরি। আর ২০০০ কোটি ঢালা হচ্ছে তিন বছরে। পরিকল্পনা রূপায়নের কাজ শুরু হয়েছে গত বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement