‘অপ্রত্যাশিত’ বাধা বিলগ্নি পরিকল্পনায় 

বিলগ্নিকরণের কাজ সন্তোষজনক ভাবে শুরু হলেও মাঝপথে ‘অপ্রত্যাশিত’ কিছু বাধা তৈরি হয়েছে। তার ফলে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০৪:০৭
Share:

ছবি: সংগৃহীত

বিলগ্নিকরণ খাতে চলতি অর্থবর্ষে ১.০৫ লক্ষ কোটি টাকা রাজকোষে তুলতে চাইছে কেন্দ্র। কিন্তু চলতি অর্থবর্ষেই এয়ার ইন্ডিয়া (এআই), ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এবং কন্টেনার কর্পোরেশনে কেন্দ্রের অংশীদারি বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের (দীপম) এক পদস্থ কর্তা। সে ক্ষেত্রে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা বৃহস্পতিবার জানান, বিলগ্নিকরণের কাজ সন্তোষজনক ভাবে শুরু হলেও মাঝপথে ‘অপ্রত্যাশিত’ কিছু বাধা তৈরি হয়েছে। তার ফলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে কী সেই বাধা, সে কথা বলতে চাননি তিনি।

বিপিসিএলে কেন্দ্রের অংশীদারি ৫৩%। তা বিক্রি হলে রাজকোষে ৬০,০০০ কোটি টাকা আসবে। কন্টেনার কর্পোরেশন থেকে ১৩,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সেই পরিকল্পনা ব্যর্থ হলে চলতি অর্থবর্ষে কিছুটা চাপে পড়বে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement