দেশের আর্থিক বাজারে ওই সব বিদেশি লগ্নির স্থিতিশীলতা নিশ্চিত করার পথ খুঁজছে কেন্দ্র।
দেশীয় অর্থনীতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগই হোক বা আমেরিকার মতো তুলনায় উন্নত অর্থনীতিতে সুদ বৃদ্ধির আকর্ষণ— নাগাড়ে ভারতের মূলধনী বাজার থেকে পুঁজি তুলে নিচ্ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। বিষয়টি যে সরকারকেও চিন্তায় ফেলেছে, মঙ্গলবার তা স্বীকার করলেন কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ। তাঁর আশ্বাস, দেশের আর্থিক বাজারে ওই সব বিদেশি লগ্নির স্থিতিশীলতা নিশ্চিত করার পথ খুঁজছেন তাঁরাও।
তবে মার্কিন মুলুকে সুদ বৃদ্ধি বা কর সংস্কারের মতো পদক্ষেপ প্রত্যক্ষ বিদেশি লগ্নিকে আঘাত করেনি বলে দাবি গর্গের। সংশ্লিষ্ট মহল অবশ্য বলছে, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগ প্রত্যাহার ভোটের মুখে অস্বস্তি বাড়াচ্ছে কেন্দ্রের। বিশেষত ডলারে টাকার দাম যেখানে ইতিমধ্যেই এতটা নীচে নেমেছে। কারণ, ওই সব সংস্থা তাদের লগ্নি ভাঙিয়ে ডলারে রূপান্তরিত করে সরায়। এর জেরে দেশে ডলারের চাহিদা বাড়ে। ফলে বাড়তে থাকে তার দামও।