চিনের ‘কোভিড বিস্ফোরণ’ টেনে নামাল ভারতের শেয়ার বাজারকে। পড়শি দেশে মৃত্যু মিছিল বৃদ্ধির ইঙ্গিত তৈরি করল নতুন আতঙ্ক। প্রতীকী ছবি।
চিনের ‘কোভিড বিস্ফোরণ’ টেনে নামাল ভারতের শেয়ার বাজারকে। পড়শি দেশে মৃত্যু মিছিল বৃদ্ধির ইঙ্গিত তৈরি করল নতুন আতঙ্ক। ফলে বুধবার প্রায় ৬৩৫ পয়েন্ট পড়ে সেনসেক্স থামল ৬১,০৬৭.২৪ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য দেশেও নতুন করে অতিমারির প্রকোপ বৃদ্ধির আশঙ্কা লগ্নিকারীদের ঝুঁকি নেওয়ার ইচ্ছে কেড়েছে। কেউ হাতের শেয়ার বেচছেন, কেউ লগ্নি থেকে হাত গুটিয়ে চোখ রাখছেন পরিস্থিতিতে। ফলে টানা দু’দিন ধরে পড়ছে সূচক।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘আমেরিকা এবং ইউরোপের মাথায় মন্দার খাঁড়া ঝুলছে। চিনে বাড়ছে সংক্রমণ। অন্যান্য কিছু দেশেও সেই আশঙ্কা। চিন্তায় গোটা বিশ্ব। তার উপরে আরবিআই আরও সুদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার কিছু কথাবার্তায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়তে পারে বলে আঁচ করা হচ্ছে। এ সবেরই বিরূপ প্রভাব পড়ছে সূচকে।’’ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়ালের দাবি, ‘‘ফের আমেরিকা, জাপানেও পৌঁছেছে অতিমারি। আমেরিকায় সংক্রমণ ছড়ালে আর্থিক মন্দা অবশ্যম্ভাবী হয়ে পড়বে। ভুগবে গোটা বিশ্বই। চূড়ান্ত অস্থির হতে পারে শেয়ার বাজার।’’