কম ধার নেবে কেন্দ্র

চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে বাজার থেকে ৭০,০০০ কোটি টাকা কম ধার নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭
Share:

চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে বাজার থেকে ৭০,০০০ কোটি টাকা কম ধার নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। শুক্রবার এ কথা জানিয়ে আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ বলেন, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২.৮৮ লক্ষ কোটি টাকা ধার নিয়েছে। পরের ছ’মাসে ২.৪১ লক্ষ কোটি ঋণ নেওয়া হবে। সব মিলিয়ে বাজেটে ৬.০৫ লক্ষ কোটির লক্ষ্যমাত্রার তুলনায় তা ৭০,০০০ কোটি কম। এই বছরে রাজকোষ ঘাটতি ৩.৩ শতাংশে বেঁধে রাখা যাবে বলেও দাবি তাঁর।

Advertisement

স্বল্প সঞ্চয়ে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সুদ বাড়ায়, আরও বেশি মানুষ সেখানে টাকা রাখবেন বলে মনে করছে কেন্দ্র। তাদের ধারণা, এর হাত ধরে সরকারি ঋণপত্র ফের কেনার প্রক্রিয়া কমানো সম্ভব হবে। তাই অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে বাজার থেকে কম ধার নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানান গর্গ। তিনি বলেন, আগামী দিনে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইনফ্লেশন ইনডেক্সড বন্ডও আনা হবে। চলতি বছরেই প্রথম দফার বন্ড ছাড়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement