—প্রতীকী চিত্র।
বিদেশে যাওয়ার ক্ষেত্রে সকলের জন্যই কি কর ছাড়পত্র (ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট) বাধ্যতামূলক? এই প্রশ্নে ক্ষোভ ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। রবিবার অর্থ মন্ত্রক এই বিষয়ে ব্যাখ্যা দিল। জানাল, আয়কর আইনের প্রস্তাবিত সংশোধনী সকলের জন্য নয়। যাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে কিংবা যাঁদের বিপুল কর বকেয়া, তাঁদেরই বিদেশে যাওয়ার আগে ওই ছাড়পত্র নিতে হবে।
গত মঙ্গলবার লোকসভায় অর্থ বিল পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০১৫ সালের কালো টাকা আইনের মধ্যে বিদেশ ভ্রমণ সংক্রান্ত শর্তটি যোগ করার প্রস্তাব করেছেন তিনি। এ দিন মন্ত্রক বিবৃতিতে বলেছে, ‘‘প্রস্তাবিত সংশোধনীতে সব নাগরিকের ক্ষেত্রে কর ছাড়পত্রের কথা বলা হয়নি।’’ ক্ষোভের মুখে সরকার ব্যাখ্যা দেওয়ার পরে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, ‘‘সামান্য করুণার জন্য ঈশ্বরকে (প্রকৃত) ধন্যবাদ।’’
কেন্দ্র জানিয়েছে, ১৯৬১ সালের আয়কর আইনের ২৩০ নম্বর ধারা অনুযায়ী, সকলের কর ছাড়পত্র লাগে না। ২০০৪ সালে বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সবিস্তার ব্যাখ্যা দিয়েছিল কেন্দ্র। সেখানে বলা হয়েছে, যাঁর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, আয়কর ও সম্পদ কর আইনে তদন্তে উপস্থিতি বাধ্যতামূলক, তাঁর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে। কোনও ব্যক্তির ১০ লক্ষ টাকার বেশি আয়কর বকেয়া থাকলে এবং তাতে স্থগিতাদেশ না থাকলে, তাঁরও ছাড়পত্র লাগবে।