নিলামে ওঠা সংস্থা বেচতে ছাড়ের টোপ

সাধারণত লোকসানে চলা সংস্থা কিনলেও কোনও রকম কর ছাড় পায় না ক্রেতা। কিন্তু অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে বলেছেন, দেউলিয়া সংস্থা কিনে তাকে পুনরুজ্জীবিত করতে চাইলে, সেটির লোকসান বাবদ কর ছাড়ের সুবিধা মিলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৩
Share:

প্রতীকী ছবি।

ব্যাঙ্কঋণ খেলাপের কারণে দেউলিয়া আইনের আওতায় বেচার জন্য নিলামে তোলা হচ্ছে যে সব সংস্থা, সেগুলির জন্য ক্রেতা টানতে কর ছাড়ের কথা বাজেটে জানিয়েছে কেন্দ্র।

Advertisement

সাধারণত লোকসানে চলা সংস্থা কিনলেও কোনও রকম কর ছাড় পায় না ক্রেতা। কিন্তু অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে বলেছেন, দেউলিয়া সংস্থা কিনে তাকে পুনরুজ্জীবিত করতে চাইলে, সেটির লোকসান বাবদ কর ছাড়ের সুবিধা মিলবে। পাওয়া যাবে ‘ডেপ্রিসিয়েশন’ খাতে কর ছাড়ের সুবিধাও।

আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের পার্টনার দীনেশ অগ্রবাল বলেন, ‘‘দেউলিয়া সংস্থা কেনার জন্য অনেক সময়েই ক্রেতা পাওয়া রীতিমতো সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বাজেটের প্রস্তাব কার্যকর হলে ওই ধরনের সংস্থা কেনার জন্য ক্রেতার সংখ্যা এখনকার তুলনায় কিছুটা অন্তত বাড়বে বলে আমার ধারণা। সে ক্ষেত্রে সংস্থাটি বিক্রি করে ভাল দাম পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকার কথা।’’ এ বিষয়ে একই মতের শরিক দেউলিয়া আইন বিশেষজ্ঞ এবং ইনসলভেন্সি প্রফেশনাল মমতা বিনানিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement