প্রতীকী ছবি।
কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) খাতা খোলার জন্য যাতে শুধু নিয়োগকারীর উপরে নির্ভর করে থাকতে না হয়, তার বন্দোবস্ত করতে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্র। একই সঙ্গে, পিএফের পেনশন তোলার পথ মসৃণ করতে ডিজিটাল-লকারের অ্যাপের সুবিধা দেওয়ার কথা জানাল তারা।
শুক্রবার ইপিএফের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন নতুন অ্যাপ-পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। যার মধ্যে প্রথমটি হল, এ বার থেকে নিজেকে কর্মী হিসেবে ঘোষণা করে অনলাইনে ফর্ম ভর্তির মাধ্যমে ইপিএফে খাতা খোলার আবেদন জানাতে পারবেন যে কোনও ভারতীয় কর্মী। তার জন্য নিয়োগকারীর ছাড়পত্রের অপেক্ষা করতে হবে না। বরং সেই আবেদনের ভিত্তিতে পরে নিয়োগকারীর সঙ্গে কথা বলে নেবে ইপিএফ দফতর।
পিএফের পেনশন প্রাপকদের পেনশন পেমেন্ট অর্ডারও (পিপিও) এ বার থেকে নেট মারফত জমা পড়বে ডিজিটাল লকারে। ফলে অ্যাকউন্টে পেনশন জমা পড়ার খবর মোবাইলের মেসেজেই পেয়ে যাবেন গ্রাহকেরা। এতে কমবে হয়রানি।
এ ছাড়া, ইন্সপেক্টর-রাজ কমাতে সরকারি কর্তাদের সরেজমিনে সংস্থা পরিদর্শনও কমাতে চায় মন্ত্রক। সেই লক্ষ্যে এ দিন ই-ইন্সপেকশন অ্যাপও চালু করেছেন মন্ত্রী।