Coronavirus

ত্রাণ শীঘ্রই, দাবি নির্মলার

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৪:৩৩
Share:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।—ছবি পিটিআই।

অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরির কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নির্মলা জানালেন, টাস্ক ফোর্স এখনও গঠন হয়নি। কিন্তু এ দিন চারটি শিল্প ক্ষেত্রের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাঁরা। কথা হয়েছে প্রাণিসম্পদ, পর্যটন, বিমান ও ছোট শিল্প মন্ত্রকের সঙ্গে। তারা নিজেদের চাহিদার কথা জানিয়েছে। নির্মলার আশ্বাস, করোনার জেরে যে সব শিল্প ক্ষেত্র ধাক্কা খেয়েছে, তাদের জন্য ত্রাণ প্রকল্প যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে। তবে কবে তা আনা হবে, সেটা স্পষ্ট জানাননি তিনি।

Advertisement

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। যেগুলি শনিবার ঘোষণা করা হবে। নির্মলা অবশ্য বলেন, শনিবার অর্থ মন্ত্রক নিজেদের মধ্যে আলোচনায় বসবে। সেখানে নানা বিষয় নিয়ে কথা বলবে। টাস্ক ফোর্স তৈরি না-হলেও, ঘটনার গুরুত্ব বিচার করে এখন থেকে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছে সরকার। কমিটি তৈরি হলে, এই সব বৈঠকের সব কথাও সেখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে। নির্মলা জানান, বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির বহর খতিয়ে দেখেই ত্রাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে শেয়ার বাজারের দোলাচল রুখতে অর্থ মন্ত্রক কী ব্যবস্থা নিচ্ছে, তা বলতে চাননি তিনি। শুধু জানান, সেবি এ নিয়ে পদক্ষেপ করেছে। উল্লেখ্য, এ দিনই আগাম লেনদেনের বাজারে প্রতিটি ব্রোকারের লেনদেন করার ঊর্ধ্বসীমা অর্ধেক করেছে সেবি। এ ছাড়াও বাড়ানো হবে বিশেষ কিছু সংস্থার শেয়ার লেনদেনের ক্ষেত্রে আগাম জমা রাখার টাকার অঙ্কও। সেবি জানিয়েছে, প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement