Raghuram Rajan

পরিযায়ীদের হাতে টাকা জরুরি: রাজন

করোনার ধাক্কা যুঝে অর্থনীতিকে ছন্দে ফেরাতে বারবার মোদী সরকারের কাছে বিপুল ত্রাণের জন্য সওয়াল করতে দেখা গিয়েছে রাজনকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২০ ০৫:৩৯
Share:

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।—ফাইল চিত্র।

কেন্দ্রের ২০.৯ লক্ষ কোটি টাকা ত্রাণ প্রসঙ্গে এ বার অসন্তোষ প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। জানালেন, এই সাহায্য অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য প্রয়োজনের তুলনায় কম তো বটেই। এমনকি যে পরিযায়ী শ্রমিকেরা মাইলের পর মাইল হেঁটে ঘরে ফেরার পথ ধরেছেন, তাঁদের হাতে টাকা জোগানোর ব্যবস্থাও তাতে নেই। তাঁর দাবি, প্যাকেজ ওই শ্রমিকদের শুধু বিনামূল্যে খাদ্যশস্য দিয়চে। কিন্তু লকডাউনের জেরে কাজ হারিয়েছেন যে পরিযায়ীরা, তাঁদের হাতে আসলে টাকা দেওয়া জরুরি ছিল দুধ, আনাজ, রান্নার তেল কেনার জন্য ও ঘর ভাড়া দেওয়ার জন্য।

Advertisement

করোনার ধাক্কা যুঝে অর্থনীতিকে ছন্দে ফেরাতে বারবার মোদী সরকারের কাছে বিপুল ত্রাণের জন্য সওয়াল করতে দেখা গিয়েছে রাজনকে। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সারা বিশ্ব সব থেকে বড় অর্থনৈতিক জরুরি অবস্থার মুখে দাঁড়িয়ে এবং যে কোনও সম্পদই এই সঙ্কট কাটানোর পক্ষে অপ্রতুল। আর বিশেষত ভারতের ক্ষেত্রে এটা ভীষণ সত্যি। তিনি বলেন, প্যাকেজে কয়েকটি ভাল বিষয় রয়েছে। তবে আরও বেশ কিছু জিনিস থাকলে ভাল হত। বিশেষ করে পরিযায়ীদের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement