প্রতীকী ছবি।
অতিমারির পরে সংগঠিত ক্ষেত্রে নিয়োগ বাড়াতে উৎসাহ ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই আত্মনির্ভর ভারত রোজগার যোজনার জন্য ২২,৮১০ কোটি টাকা মঞ্জুর হয়েছে। এর মধ্যে ১৫৮৪ কোটি টাকা খরচ হবে চলতি অর্থবর্ষেই। কেন্দ্রের দাবি, কর্মসংস্থানে এই প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়বে।
এই প্রকল্পে কোনও সংস্থা গত ১ অক্টোবর বা তার পরে কর্মী নিলে পরের দু’বছর তাঁদের পিএফের অংশ দিয়ে দেবে কেন্দ্র। কিছু ক্ষেত্রে দেবে নিয়োগকারীর ভাগও। এ দিন কেন্দ্রের দাবি ১ অক্টোবর থেকে ৩০ জুনের মধ্যে সংস্থাগুলি যে কর্মী নেবে, তার ভিত্তিতেই এই সুবিধা দেওয়া হবে।
যে কর্মীরা ১ অক্টোবরের আগে পিএফে নথিভুক্ত সংস্থায় ছিলেন না, মাইনে ১৫,০০০ টাকার কম এবং পিএফ অ্যাকাউন্ট বা ইউএএন নেই, তাঁরাও সুবিধা পাবেন। ১৫,০০০-এর কম বেতনের ব্যক্তির (পিএফ অথবা ইউএএন আছে) ১ মার্চের পর কাজ গেলে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ না-করলে, তিনিও সুবিধা পাবেন।