Finance MInistry

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে খরচ কমানোর নির্দেশ কেন্দ্রের 

সম্প্রতি ১.৩ কোটি টাকা খরচে আধিকারিকদের জন্য তিনটি অডি গাড়ি কিনে বিতর্কে জড়িয়েছে পিএনবি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৩:৫০
Share:

প্রতীকী ছবি।

অর্থনীতির কঠিন সময়ে বিভিন্ন খাতে খরচ কমাতে মরিয়া কেন্দ্র। তারা নতুন প্রকল্পের কাজ রদ করেছে আগেই। এ বার অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা দফতর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে খরচ কমানোর নির্দেশ দিল। জানাল, অত্যাবশ্যক নয় এমন খরচ স্থগিত রাখতে হবে। ব্যাঙ্ক কর্ণধারদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, পর্ষদের সঙ্গে কথা বলে সব স্তরে নির্দেশ দিতে হবে।

Advertisement

সম্প্রতি ১.৩ কোটি টাকা খরচে আধিকারিকদের জন্য তিনটি অডি গাড়ি কিনে বিতর্কে জড়িয়েছে পিএনবি। তার পরেই এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ। বিশেষত তাদের একাংশের ঘাড়ে যখন বিপুল অনুৎপাদক সম্পদের বোঝা। অর্থনীতির সঙ্কটে যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নির্দেশিকায় যে খরচ স্থগিতের কথা আছে, তার অন্যতম কর্মীদের গাড়ি, অতিথি নিবাসের সংস্কার। বারণ করা হয়েছে ঘর সাজানোর জিনিস-সহ সরাসরি মূল ব্যবসায় যুক্ত নয় এমন পণ্য কিনতেও। অন্তত ২০% কমাতে হবে বিনোদন-প্রচারের খরচ। জোর দিতে হবে সোশ্যাল মিডিয়ায় প্রচারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement