Business

আমদানি-তথ্য চাইল কেন্দ্র

সূত্র জানাচ্ছে, শিল্পের কাছে চিন থেকে হাত ও দেওয়াল ঘড়ি, চুলে মাখার ক্রিম, শ্যাম্পু, ফেস পাউডার-সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী, প্রিন্টের কালি, রং, ভার্নিশ ইত্যাদি পণ্য আমদানি সম্পর্কে মত ও পরামর্শ চাওয়া হয়েছে। সেই সঙ্গে ২০১৪-১৫ সাল থেকে ২০১৮-১৯ পর্যন্ত আমদানি বাড়ার তথ্য, ভারতে তৈরি 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৭:০৮
Share:

ফাইল চিত্র

ভারত-চিন সীমান্ত উত্তেজনায় চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই অবস্থায় এ বার শিল্পের কাছে আমদানি করা বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল কেন্দ্র। সূত্রের খবর, এর মধ্যে থাকছে সস্তায় আমদানি করা পণ্যের তালিকা, ভারতীয় পণ্যের সঙ্গে দামের তুলনা, করে কোনও অসুবিধা থাকলে তার তথ্য ইত্যাদি। খারাপ মানের পণ্য (মূলত চিনা) আসা আটকাতে ও দেশেই তা তৈরির জন্য এই উদ্যোগ। ইতিমধ্যেই আত্মনির্ভর ভারত গড়তে ও আমদানি কমাতে প্রধানমন্ত্রীর দফতরে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে।

Advertisement

সূত্র জানাচ্ছে, শিল্পের কাছে চিন থেকে হাত ও দেওয়াল ঘড়ি, চুলে মাখার ক্রিম, শ্যাম্পু, ফেস পাউডার-সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী, প্রিন্টের কালি, রং, ভার্নিশ ইত্যাদি পণ্য আমদানি সম্পর্কে মত ও পরামর্শ চাওয়া হয়েছে। সেই সঙ্গে ২০১৪-১৫ সাল থেকে ২০১৮-১৯ পর্যন্ত আমদানি বাড়ার তথ্য, ভারতে তৈরি

ওই সব পণ্যের দাম, দেশে উৎপাদনের ক্ষমতা, অবাধ বাণিজ্য চুক্তিতে আমদানি, কর সংক্রান্ত তথ্যও চেয়েছে কেন্দ্র। শিল্প মহল সূত্র জানিয়েছে, শীঘ্রই ওই তালিকা তৈরি করে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের কাছে পাঠানো হবে।

Advertisement

এ দিকে, ই-কমার্স সংস্থার সাইটে বিক্রি করা প্রতিটি পণ্য কোন দেশে তৈরি, তা বাধ্যতামূলক ভাবে ঘোষণার নির্দেশ দিতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। ইতিমধ্যেই চিনা পণ্য বয়কটের কর্মসূচি নিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement