অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ করেছিল কেন্দ্র। সুবিধা ঘোষণা হয়েছিল গাড়ি শিল্পের জন্যও। কিন্তু অসুখ সাড়ছে কই? এর আগে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম বলেছে, গত ডিসেম্বরে ডিলারদের সংস্থার কাছ থেকে (পাইকারি বাজারে) এত কম গাড়ি কিনতে ২২ বছরে দেখেনি তারা। এ বার ডিলারদের সংগঠন ফাডা জানাল, ওই মাসেই শো-রুম থেকে গাড়ির খুচরো বিক্রিও ফের ধাক্কা খেয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরের তুলনায় সব ধরনের গাড়ির বিক্রি কমেছে ১৫%। অদূর ভবিষ্যতে ব্যবসার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা।
অর্থনীতির ঝিমুনির ধাক্কায় বছরখানেক ধরে গাড্ডায় গাড়ি শিল্প। ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে মঙ্গলবার বলেন, ‘‘ডিসেম্বরে বিক্রি কমবে আশা করিনি। কারণ সারা মাসে খোঁজখবর নেন বহু ক্রেতা। গাড়ি কেনায় সব চেয়ে বেশি সুবিধাও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই কেনেননি। আসলে চাহিদাই নেই।’’
তাঁদের হিসেবে শুধু তিন চাকার বিক্রি সামান্য বাড়লেও বাকিগুলি কমেছে। ফাডার যুক্তি, ডিলারদের মতো ক্রেতারাও সহজে ঋণ পাচ্ছেন না। ফলে চাহিদায় গতি আসছে না। শো-রুম থেকে বিক্রি না-বাড়লে মজুতও বাড়ে। ডিলারদের উপরে বাড়ে আর্থিক চাপ। গাড়ি শিল্পের পরামর্শের ভিত্তিতে বাজেটে চাহিদা বাড়ানোয় গুরুত্ব দেওয়ার দাবি তুলেছে ফাডা।