গত বছর থেকেই খুঁড়িয়ে চলা গাড়ি শিল্প তাকিয়ে ছিল ভোটের দিকে। আশা ছিল, কেন্দ্রে স্থায়ী সরকার এলে বিক্রি বাড়বে। ঘুরে দাঁড়াবে ব্যবসা। কিন্তু মোদী সরকারের দ্বিতীয় দফা শুরুর পরেও তাদের আঁধার কাটল না। সব আশায় জল ঢেলে জুনে গত বছরের তুলনায় বিক্রি কমল প্রায় সব সংস্থারই। সোমবার তাদের দেওয়া খতিয়ানেই স্পষ্ট হয়েছে এই ছবি। শিল্পের দাবি, আর্থিক অনিশ্চয়তা বহাল। তাই চাহিদা তলানিতে। সুদের চড়া হার তো আছেই। সেই সঙ্গে বৃষ্টি কম হওয়ার আশঙ্কাও গাড়ি বিক্রির পথে কাঁটা বিছিয়েছে।
গত কয়েক মাস ধরেই চাহিদায় ঘাটতির কথা বলে আসছেন গাড়ি শিল্পের কর্তারা। ইতিমধ্যেই প্রায় ২৫০ ডিলার ব্যবসা গোটানোয় কমপক্ষে ১৭,০০০ কর্মী কাজ খুইয়েছেন। সম্প্রতি কেন্দ্রের কাছে ত্রাণ প্রকল্পের আর্জিও জানিয়েছে সংস্থাগুলির সংগঠন সিয়াম।
সম্প্রতি খোদ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায় বলেছেন, দেশের অর্থনীতি এত দিন দৌড়েছে মূলত আয়ের নিরিখে উপরে থাকা ১০ শতাংশের চাহিদায় ভর করে। যা আর বাড়বে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। গাড়ি বিক্রি কমার পেছনে চাহিদায় ভাটার সেই যুক্তির কথাই বলছে সিআইআই। টয়োটা কির্লোস্কর মোটরের ডেপুটি এমডি এন রাজা যে ভাটার জন্য কাঠগড়ায় তুলেছেন নগদ জোগানে টান, চড়া সুদ, আর্থিক ও বর্ষা নিয়ে অনিশ্চয়তাকে।
বেহাল দশা
• এপ্রিল-মের পরে জুনেও বিক্রি কমল গাড়ির।
• মে মাসে যাত্রিগাড়ির পাইকারি ব্যবসা কমেছিল ২০ শতাংশের বেশি। গত ১৮ বছরে সর্বাধিক।
• এপ্রিলেও সব ধরনের গাড়ি বিক্রি কমেছিল। ২০০৮ সালের ডিসেম্বরের পরে প্রথম।
কত কমল (%)
চার চাকা
• মারুতি-সুজুকি ১৫.৩
• টাটা মোটরস ১৪
• হুন্ডাই ৭.৩
• মহীন্দ্রা ৫
• টয়োটা কির্লোস্কর ১৯
দু’চাকা
• বজাজ অটো ২
• টিভিএস মোটর ১১
• হিরো মোটোকর্প ১২
• রয়্যাল এনফিল্ড ২৪
ট্র্যাক্টর
• মহীন্দ্রা ১৯
• এসকর্ট ১১.৪
* জুনের বিক্রি
ধাক্কার মূল কারণ
• আর্থিক অনিশ্চয়তা।
• নগদে টান ও চড়া সুদ।
• বৃষ্টি কম হওয়ার আশঙ্কা।
শিল্প কর্তাদের দাবি, সেই অনিশ্চয়তা থেকেই গাড়ি কেনার পরিকল্পনা হয় স্থগিত রাখছেন ক্রেতারা, নয়তো পিছিয়ে দিচ্ছেন। যে কারণে যাত্রিবাহী গাড়ির বিক্রি গত ১১ মাসের মধ্যে ১০টিতেই কমেছে। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার কর্তা রাজন ওয়াধেরা বলছেন, ‘‘বাজারে এখনও নেতিবাচক মনোভাবই রয়েছে।’’
তবে টাটা মোটরসের আশা, শীঘ্রই ঘুরে দাঁড়াবে বাজার।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।