শেয়ার বাজারে উত্থান কোল ইন্ডিয়ার। প্রতিনিধিত্বমূলক ছবি।
লক্ষ্মীবারে দুর্দান্ত ছন্দে শেয়ার বাজার। বুধবার যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন দৌড় শুরু করল সূচক। এ দিন শুরুতে কিছুটা নামলেও দ্রুত ছন্দে ফেরে বাজার। তার পর দিনভর ঝোড়ো ব্যাটিং করে বুধবারের তুলনায় ৩৮৫.০৪ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৬,২৫৬.৫৬ পয়েন্টে। পাশাপাশি, ১১৬ পয়েন্ট নেমে নিফটি থামল ১৯,৭২৭.০৫ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: সনৎ সিংহ।
সেক্টরগুলির তালিকায় বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে ক্যাপিটাল গুড্স, ইন্ডাস্ট্রিয়ালস, ভারত ২২। শীর্ষে থাকা ক্যাপিটাল গুড্সের লাভের পরিমাণ ২.২৯ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে রিয়্যালটি, সরকারি ব্যাঙ্ক, মিডিয়া। বিএসইতে ক্ষতির তালিকায় উপরের দিকে রয়েছে এফএমসিজি এবং স্মলক্যাপ সিলেক্ট। এনএসইতে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে মিডক্যাপ সিলেক্ট।
সংস্থাগুলির তালিকায় লক্ষ্মীবারে সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে এলটি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক, এইচসিএল টেক। এর মধ্যে এলটির লাভের পরিমাণ ৪.২৬ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া, এলটি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। শীর্ষে থাকা কোল ইন্ডিয়ার লাভের পরিমাণ ৭.১১ শতাংশ। অন্য দিকে, বুধবার সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে সান ফার্মা, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ইনফোসিস, ইউনিলিভার, আলট্রাটেক। পাঁচটি সংস্থারই ক্ষতির পরিমাণ এক শতাংশের কম। নিফটিতে ক্ষতির তালিকায় শীর্ষে টাটা কনজ়িউমার প্রোডাক্টস।