Nokia new Smartphone

ভারতীয় বাজারে ঝড় তুলতে এল নোকিয়া ২.২, সীমিত সময়ের অফার, দাম...

নোকিয়া ২.২ পাওয়া যাবে ফ্লিপকার্ট, নোকিয়া ডট কম এবং অন্যান্য অনলাইন শপিং সাইটে। এবং ১১ জুন থেকে বিভিন্ন দোকানে পাওয়া যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ২০:৩৭
Share:

নোকিয়ার নতুন স্মার্টফোন ২.২ লঞ্চ করল ভারতে। ছবি সৌজন্য: টুইটার।

ভারতে স্মার্টফোনের বাজার ফের দখল করতে নোকিয়ার নির্মাণ সংস্থা এইচএমডি গ্লোবাল-এর নয়া উদ্যোগ। সেই লক্ষ্য পূরণে বৃহস্পতিবার লঞ্চ হল নোকিয়া ২.২। এই ফোন আসার পর ভারতে হইহই পড়ে গেছে। এর বাজারমূল্য মাত্র ছ’হাজার ৯৯৯ টাকা (দুই জিবি ইন্টারনাল স্টোরেজ) এবং সাত হাজার ৯৯৯ টাকা (তিন জিবি ইন্টারনাল স্টোরেজ)। এই অফার শুধুমাত্র ৩০জুন পর্যন্ত।
জুনের পর থেকে দাম বেড়ে হবে সাত হাজার ৯৯৯ টাকা এবং আট হাজার ৯৯৯ টাকা (যথাক্রমে দু’জিবি এবং তিন জিবি ইন্টারনাল স্টোরেজের জন্য)।
নোকিয়া ২.২ পাওয়া যাবে স্টিল এবং টাংস্টেন ব্ল্যাক রঙে। নোকিয়ার আগের মডেলগুলোর মতো ২.২-এর ওএস আপগ্রেডেড থাকবে দু’বছর। মান্থলি সিকিউরিটি আপগ্রেডেড থাকবে তিন বছর পর্যন্ত।
নোকিয়া ২.২ পাওয়া যাবে ফ্লিপকার্ট, নোকিয়া ডট কম এবং অন্যান্য অনলাইন শপিং সাইটে। এবং ১১ জুন থেকে বিভিন্ন দোকানে পাওয়া যাবে।

Advertisement

আরও পড়ুন: বাজারে এল টয়োটার প্রথম হ্যাচ-ব্যাক গাড়ি ‘গ্লানজা'। দাম...

নোকিয়া ফোনের গুরুত্বপূর্ণ ফিচার:
১. মাল্টি টাচ স্ক্রিন ফিচার যুক্ত নোকিয়া ২.২ ফোনের এইচডি ডিসপ্লে ৫.৭১ ইঞ্চি।
২. নোকিয়া ২.২ ফোনের এই প্রথম ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।
৩. এই ফোনে পাওয়া যাবে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)।
৪. নোকিয়ার আগের মডেলগুলোর ব্যাটারি ব্যাকআপ খুবই ভাল। নোকিয়া ২.২ ব্যাটারির ক্যাপাসিটি ৩০০০ এমএএইচ।
৫. নোকিয়া ২.২-এ থাকবে উন্নত ধরনের মিডিয়া টেক-এর হেলিও এ ২২ প্রসেসর।
৬. এ ছাড়াও থাকবে, ফেস আনলক (শুধুমাত্র ব্যবহারকারীর অধিকার থাকবে), গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন (দৈনন্দিন প্ল্যান তৈরিতে সাহায্য করবে), উন্নত এআই ইমেজিং (কম আলোতেও ক্যামেরায় ছবি তোলার জন্য)।

Advertisement

নোকিয়া ২.২ ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক, এইচডিআর সাপোর্ট, ব্লুটুথ ৪.২ এবং মাইক্রো ইউএসবি।

লঞ্চ হওয়ার পর নোকিয়া ২.২ বাজারে কতটা জায়গা করে নিল সেটাই এখন দেখার।

আরও পড়ুন: কম দামে এত্ত ফিচার! বাজারে ভিভো আনছে ওয়াই-১২

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement