গ্রাহক টানতে

বিএসএনএল গ্রাহকেরা নিজেদের সার্কেলে মোবাইলে আসা কল সঙ্গে থাকা ল্যান্ডলাইনে স্থানাস্তরিত (কল ডাইভার্ট) করে নিখরচায় কথা বলতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:১৫
Share:

বিএসএনএল গ্রাহকেরা নিজেদের সার্কেলে মোবাইলে আসা কল সঙ্গে থাকা ল্যান্ডলাইনে স্থানাস্তরিত (কল ডাইভার্ট) করে নিখরচায় কথা বলতে পারবেন। সম্প্রতি টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দেশজুড়ে এই সুবিধা চালুর কথা জানান। এখন যা পেতে গুনতে হয় মোবাইলের মাসুল। পশ্চিমবঙ্গ সার্কেলের জিএম (বিপণন) অসীম কুমার সিন্‌হা ও ক্যালকাটা টেলিফোন্সের জিএম (মোবাইল) দেবাশিস সরকার জানান, সুযোগ মিলবে এ রাজ্যেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement