বিনামূল্যে রোজ পাঁচ জিবি ডেটা দেবে বিএসএনএল। ফাইল চিত্র।
সোশ্যাল ডিসট্যান্সিংয়ের মাধ্যমে করোনা সংক্রমণ রোখার চেষ্টা চলছে বিশ্ব জুড়ে। ভিড় এড়াতে সরকারি, বেসরকারি বিভিন্ন অফিস তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। আজকের যুগে বাড়ি থেকে কাজ করতে হলে ইন্টারনেট সংযোগ এক প্রকার আবশ্যিক। নিরবচ্ছিন্ন নেট সংযোগ বজায় রেখে যাতে বেশি মানুষ বাড়ি থেকেই কাজ করতে পারেন, সে জন্য উদ্যোগী হল বিএসএনএল। তারা ঘোষণা করেছে, বাড়ি থেকে কাজ করলে রোজ পাঁচ জিবি ডেটা দেওয়া হবে বিনামূল্যে।
বিএসএনএল-এর এই নতুন প্ল্যান আন্দামান ও নিকোবর সহ দেশের সমস্ত এলাকাতেই প্রযোজ্য হবে। তবে যে সব বিএসএনএল গ্রাহকের ল্যান্ডলাইন কানেকশন রয়েছে, তাঁরাই এই পরিষেবা পাবেন। এই পরিষেবার অধীনে ১০ এমবিপিএস স্পিডে রোজ পাঁচ জিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে।
তবে পাঁচ জিবি ব্যবহার হয়ে গেলেই কমে যাবে ইন্টারনেটের গতি। যদিও ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে নিলে ল্যান্ডলাইন প্ল্যানের কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে তারা।
আরও পড়ুন: সাময়িক ভাবে পুল পরিষেবা বন্ধ করল ওলা, উবর
আরও পড়ুন: ইউটিউব দেখে ডেলিভারির চেষ্টা প্রেমিকের, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে প্রেমিকা!