—প্রতীকী চিত্র।
বিপুল চড়ে থাকা বাজারে যা হওয়ার কথা, তা-ই হল। প্রচুর লগ্নিকারী শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তুললেন। ফলে দিনের শেষে নজিরবিহীন উচ্চতা থেকে সোমবার কিছুটা নামল শেয়ার সূচক সেনসেক্স। তবে তার আগে লেনদেন চলার সময় এই প্রথম ৭৭ হাজারের শৃঙ্গ ছুঁয়ে এল। নিফ্টিও সর্বকালীন উচ্চতায় এক বার পা রেখে (২৩,৪১১.৯০), তার পরে নেমেছে। ৩৮৫.৬৮ পয়েন্ট উত্থানের হাত ধরে সেনসেক্সের ছুঁয়ে আসা ৭৭,০৭৯.০৪ দিনের মধ্যবর্তী রেকর্ড। শেষে ২০৩.২৮ পড়ে হয় ৭৬,৪৯০.০৮। নিফ্টি থিতু হয় ২৩,২৫৯.২০-তে। পতন ৩০.৯৫।
বিশেষজ্ঞ কমল পারেখের দাবি, ‘‘মুনাফা ঘরে তোলার জেরেই এই পতন। বাজার অনিশ্চিত বলে লগ্নিকারীরা হাতের শেয়ার ধরে রাখতে সাহস পাচ্ছেন না। মুনাফা হলেই তুলে নিচ্ছেন। বাজার অন্তত বাজেট পর্যন্ত এমন অস্থির ওঠানামা করবে। তবে কোনও খারাপ খবরে বড় মাপের পতন হতে পারে। ফাস্ট ক্যাপিটাল মার্কেটস-এর ডিরেক্টর বিনয় আগরওয়ালের বক্তব্য, এখন প্রতিটি পতনই শেয়ার কেনার সুযোগ। জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর বিনোদ নায়ার বলেন, নতুন সরকার তৈরির পরে বাজারে নতুন অনুঘটকের অভাব আছে।