—প্রতীকী চিত্র।
সামান্য পথ এগোলেও ফের নতুন শিখরে পা রাখল শেয়ার বাজার।
সোমবার সেনসেক্স ৯৭.৮৪ পয়েন্ট উঠে এই প্রথম দিন শেষ করেছে ৮২,৯৮৮.৭৮ অঙ্কে, অর্থাৎ ৮৩ হাজারের আরও কাছে। গত সপ্তাহে প্রথম বার ৮৩ হাজার ছুঁয়েছিল সূচকটি। এ দিনও লেনদেন চলাকালীন সেই গণ্ডি পেরিয়ে ৮৩,১৮৪.৩৪-এর সর্বকালীন উচ্চতায় পা রাখে। বিশেষজ্ঞদের দাবি, ৮৩ হাজারের গণ্ডি পেরিয়ে থিতু হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকায় মূল্যবৃদ্ধির হার মাথা নামিয়েছে। কিন্তু কাজের বাজার দুর্বল। ফলে এই সপ্তাহে সেখানকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ অর্থনীতিকে চাঙ্গা করতে সুদ কমাতে পারে। যে কারণে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে লাগাতার শেয়ার কিনছে।
ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় কুমার আগরওয়াল বলেন, ‘‘শেয়ার বাজারের চাঙ্গা হওয়ার সব রকম মাপকাঠিই এখন ইতিবাচক। তার উপর আমেরিকায় সুদের হার কমতে চলেছে। সেটা হলে ভারতেও রিজ়ার্ভ ব্যাঙ্ক দ্রুত সেই পথে হাঁটবে বলে আশা। এ দেশে বিভিন্ন শেয়ারের উঁচু দাম নিয়ে কেউ কেউ শঙ্কিত। তবে আমার মনে হয়, এটা চাঙ্গা অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।’’ দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে শেয়ারের উঁচু দামই স্বাভাবিক, এটা মেনে নিয়ে মানসিকতার পরিবর্তন জরুরি, মন্তব্য তাঁর। বিনয়-সহ সব বিশেষজ্ঞই বলছেন, সারা বিশ্বের শেয়ার বাজার আমেরিকায় সুদ কমার অপেক্ষায়। কারণ সে দেশে প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে তার ইতিবাচক প্রভাব পড়বে সর্বত্র। বাজার আরও উঠবে।