Bharatiya Mazdoor Sangh

রাস্তায় এ বার বিএমএস-ও

বিএমএসের অভিযোগ, অর্থনীতির এই ঘোর সঙ্কটে রাজস্বের রাস্তা মসৃণ রাখার উপায় সরকারি উপদেষ্টাদের জানা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৪:৩৬
Share:

প্রতীকী ছবি

আগেই প্রতিবাদের রাস্তায় হেঁটেছে এআইটিইউসি, সিটু, ইউটিইউসি-সহ দশ শ্রমিক সংগঠন। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের বিরোধিতায় এ বার পথে নামার সিদ্ধান্ত নিল সঙ্ঘের ট্রেড ইউনিয়ন বিএমএস-ও। বৃহস্পতিবার কর্মী সংগঠনটির সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানোর দাবিতে কেন্দ্রের নীতির বিরুদ্ধে ১০ জুন সারা দেশে বিক্ষোভ দেখাবেন তাঁরা।

Advertisement

বিএমএসের অভিযোগ, অর্থনীতির এই ঘোর সঙ্কটে রাজস্বের রাস্তা মসৃণ রাখার উপায় সরকারি উপদেষ্টাদের জানা নেই। সেই কারণে রাজকোষ ভরার জন্য নিশানা করতে হচ্ছে শুধু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণকে। আগের সমস্ত সরকারের তৈরি করে যাওয়া ওই সমস্ত জাতীয় সম্পদ বিক্রির নৈতিক অধিকার মোদী সরকারের নেই। তা সত্ত্বেও এই পথে হেঁটে একের পর এক শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement