Berger Paints

Berger Paints: পানাগড়ে কারখানা গড়বে বার্জার

বার্জারের এমডি-সিইও অভিজিৎ রায় বলেন, ‘‘রাজ্যে এটি আমাদের তৃতীয় কারখানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৬:৫২
Share:

ছবি সংগৃহীত।

ব্যবসা বাড়ানোর পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্যে আরও একটি রঙের কারখানা গড়বে বার্জার পেন্টস। সেই লক্ষ্যে গত মাসেই পানাগড়ে গত মাসে রাজ্যের থেকে প্রায় ১৯ একর জমি কিনেছে সংস্থাটি। পাশাপাশি বিদেশের বাজার দখলেও জোর দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে তারা।

Advertisement

রাজ্যের রং সংস্থাটির লক্ষ্য, ২০২৩-২৪ সালের মধ্যে ব্যবসার অঙ্ক বছরে ১০,০০০ কোটি টাকায় নিয়ে যাওয়া। সেই সময়েই তাদের ১০০ বছর পূর্ণ হবে। ২০২০-২১ সালে ব্যবসা হয়েছে ৬,৮০০ কোটি। এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ১,৮১৫ কোটির।

বার্জারের এমডি-সিইও অভিজিৎ রায় বলেন, ‘‘রাজ্যে এটি আমাদের তৃতীয় কারখানা। ইতিমধ্যেই রিষড়া এবং হাওড়ায় দু’টি কারখানা চালু আছে। নতুন কারখানায় নির্মাণ ক্ষেত্রে ব্যবহৃত রং এবং অন্য রাসায়নিক পণ্য তৈরি হবে। কারখানাটি গড়ার জন্য লগ্নির অঙ্ক ঠিক করার কাজ চলছে।’’

Advertisement

সেই সঙ্গে ফ্রান্স ও সুইজারল্যান্ডের বাজার দখলের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। এখন বিদেশে ব্যবসা হয় ৩৫০ কোটি টাকার। তা ৫০০ কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement