Beneli

রেট্রো আর ফিচার্সের মেলবন্ধনে বাজারে নতুন বাইক আনল বেনেলি

‘লিওনসিনো ৫০০’ খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে এই বাইক নির্মাতা সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৩:১০
Share:

বাজারে আসতে চলেছে বেনেলির লিওনসিনো ৫০০। ছবি: টুইটার।

বহু প্রতীক্ষার শেষে ভারতের বাজারে নতুন বাইক আনতে চলেছে ইতালীয় মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা বেনেলি। ‘লিওনসিনো ৫০০’ খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে এই বাইক নির্মাতা সংস্থা। ভারতে এই বাইকের দাম ধার্য হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার টাকা।

Advertisement

রেট্রো লুকের সঙ্গে স্টাইলিশ ফ্যাশনের ছোঁওয়ায় এই বাইক বাজারে জনপ্রিয় হবে বলে মনে করছেন এই সংস্থার আধিকারিকরা।

৬০ দশকের আমলের রেট্রো আদল আর অত্যাধুনিক ফিচার্সের মেলবন্ধনে এই বাইক হয়ে উঠেছে অনবদ্য।

Advertisement

আরও পড়ুন: গাড়ি-বাড়ি বিক্রির ভাটায় চোট রং শিল্পেও

‘লিউনসিনো ৫০০’ মডেলে রয়েছে ৪৯৯ সিসির শক্তিশালী ইঞ্জিন। বাইকের চাকার অ্যালয় হুইলস এই মডেলটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। বাইকটির সামনে এবং পিছনে দুই চাকাতেই থাকছে মনোশক ডিস্ক ব্রেক। এ ছাড়াও, এলইডি হেডলাইট রাতের অন্ধকারে উপযোগী হবে বলে মত এই প্রস্তুতকারক সংস্থার।

বেনেলির এই মডেলটি বহু প্রতীক্ষার পর বাজারে আসায় এই রেট্রো লুক আর নানা ফিচার্সের ভরপুর এই মোটরসাইকেল বাইকপ্রেমীদের মন কাড়বে বলেই মত এই ইতালীয় বাইক প্রস্তুতকারক সংস্থার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement