ফাইল চিত্র।
কেন্দ্রের বিলগ্নিকরণের তালিকায় নাম রয়েছে। তবে দীর্ঘ লোকসান কাটিয়ে লাভে ফেরা দেশের প্রথম ওযুধ সংস্থা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের (বিসিপিএল) লড়াইয়ে ভাটা পড়েনি। মুনাফার জমি পোক্ত করতে রাজ্যের সংস্থাটি পণ্য তৈরির খরচ কমানোর ছক কষেছে বোতল তৈরি করে। যে বোতলগুলিতে ভরে ফিনাইলের মতো পণ্য বেচে তারা। সংস্থা কর্তৃপক্ষ জানান, সেই বোতল না-কিনে তাঁরা তৈরি করতে চান পানিহাটির কারখানায়। শীঘ্রই পর্ষদের বৈঠকে প্রস্তাবটি উঠবে চূড়ান্ত সায়ের জন্য।
আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন বিসিপিএল রুগ্ণ দশা কাটিয়ে ২০১৬-১৭ সালে লাভে ফিরেছে। সংস্থার এমডি পিএম চন্দ্রাইয়া জানান, করোনার আবহে এপ্রিল-জুলাইয়ে ঘর পরিষ্কারের পণ্যের ব্যবসা বেড়েছে ৬৬%। তবে এগুলি ভরার কাচ বা বিশেষ প্লাস্টিকের (এইচডিপিই) বোতল ও জার কিনতেই বছরে ৪-৬ কোটি টাকা লাগে। তাই পানিহাটির কারখানায় এইচডিপিই-র বোতল তৈরির প্রস্তাবে পষর্দ নীতিগত সায় দিয়েছে।
এ দিকে, ফিনাইলের বাড়তি চাহিদা মেটাতে পানিহাটিতে দু’শিফটে কাজ চলছে। কর্তৃপক্ষের দাবি, রবিবার ১২০ বছরে মধ্যে সর্বাধিক পণ্য তৈরির রেকর্ড গড়েছেন তাঁরা (৫১,৯৬০টি বোতল)। কৃতিত্ব কর্মী-অফিসারদের দিয়ে চন্দ্রাইয়া জানান, ২০ অক্টোবর পর্যন্ত রবিবার ও ছুটির দিনেও কাজ হবে।