Banks

ব্যাঙ্ক পুরোই খুলছে

পাশাপাশি ব্যাঙ্কের শাখাগুলিতে যাতে নগদ টাকার জোগান যথেষ্ট থাকে, তা নিশ্চিত করতে সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ০৭:০৭
Share:

প্রতীকী ছবি।

আজ, মঙ্গলবার থেকে ফের পুরো সময়ের জন্য খোলা থাকবে সমস্ত ব্যাঙ্কের শাখা। লকডাউন শুরু হওয়ার পর দেশের সমস্ত ব্যাঙ্কেই সকাল ১০ থেকে ২টো পর্যন্ত কাজ হচ্ছিল। ১ এপ্রিল থেকে নতুন মাস শুরু হওয়ার পর পেনশন, বেতন, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা এবং অন্যান্য প্রকল্পের টাকা তোলার জন্য গ্রাহকদের ভিড় বাড়বে। সেই কথা মাথায় রেখেই পুরো সময় ব্যাঙ্ক পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক পরিষেবা বিষয়ক দফতর (ডিএফএস)। সেই মতো সমস্ত রাজ্যেই রাজ্য ভিত্তিক ব্যাঙ্কার্স কমিটি পুরো সময় ব্যাঙ্ক খোলা র???? ????াখার নির্দেশ দিয়েছে সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

Advertisement

পাশাপাশি ব্যাঙ্কের শাখাগুলিতে যাতে নগদ টাকার জোগান যথেষ্ট থাকে, তা নিশ্চিত করতে সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement