ইঙ্গিত মাল্যের দিকে

স্বেচ্ছায় ঋণখেলাপিদের কড়া শাস্তির হুমকি জেটলির

কিংগ্‌ফিশার কর্তা বিজয় মাল্যের মতো স্বেচ্ছায় ঋণখেলাপিদের প্রতি ফের কড়া বার্তা দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সোমবার মাল্যের নাম না-করেই তিনি বলেন, ভালয় ভালয় ব্যাঙ্কের কাছে বাকি থাকা ধারের টাকা না-মেটালে এই সব বড় গোষ্ঠীকে শাস্তির মুখে পড়তে হবে। মাল্যের কিংগ্‌ফিশারের কাছে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়ামের পাওনা ৯,০০০ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০২:২২
Share:

কিংগ্‌ফিশার কর্তা বিজয় মাল্যের মতো স্বেচ্ছায় ঋণখেলাপিদের প্রতি ফের কড়া বার্তা দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সোমবার মাল্যের নাম না-করেই তিনি বলেন, ভালয় ভালয় ব্যাঙ্কের কাছে বাকি থাকা ধারের টাকা না-মেটালে এই সব বড় গোষ্ঠীকে শাস্তির মুখে পড়তে হবে।

Advertisement

মাল্যের কিংগ্‌ফিশারের কাছে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়ামের পাওনা ৯,০০০ কোটি টাকা। জেটলির দাবি, এই ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের কাছে সম্পত্তি বন্ধক থাকে। সেগুলি বিক্রি করে বা আইনি পথে বকেয়া উদ্ধারের চেষ্টা করবে তারা। অন্যান্য তদন্তকারী সংস্থার হাতেও ওই সব ঋণখেলাপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। প্রয়োজনে সেই ক্ষমতা প্রয়োগ করেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে এ দিন জানান তিনি।

প্রসঙ্গত, ২ মার্চ লন্ডনে পাড়ি দিয়েছেন মাল্য। কেন্দ্রের মদতেই তিনি পালিয়ে গা-ঢাকা দিয়েছেন— বিরোধীদের এই অভিযোগে ইতিমধ্যেই উত্তাল হয়েছে সংসদ। ঋণ শোধ না-করে পার পাওয়া আটকাতে আরও কড়া হওয়ার বার্তা আসছে সব মহল থেকে। আগামী ২ এপ্রিল মাল্যকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এই অবস্থায় জেটলির বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement