ধর্মঘটের ডাক আজ ব্যাঙ্কেও

কারণ, এ দিনই ব্যাঙ্ক শিল্পে ধর্মঘট ডেকেছে ব্যাঙ্কের অফিসার এবং সাধারণ কর্মীদের পাঁচটি ইউনিয়ন। এগুলি হল এআইবিইএ, বেফি, এআইবিওএ, ইনবক এবং ইনবেফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০২:৩২
Share:

আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটের দিনে দেশ জুড়ে ধাক্কা খেতে পারে ব্যাঙ্কিং পরিষেবাও। কারণ, এ দিনই ব্যাঙ্ক শিল্পে ধর্মঘট ডেকেছে ব্যাঙ্কের অফিসার এবং সাধারণ কর্মীদের পাঁচটি ইউনিয়ন। এগুলি হল এআইবিইএ, বেফি, এআইবিওএ, ইনবক এবং ইনবেফ। তাদের দাবি, এর জেরে সারা দেশে ব্যাঙ্কের পরিষেবা তো বন্ধ থাকবেই। সেই সঙ্গে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা।

Advertisement

এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, ‘‘কেন্দ্রের কর্মী বিরোধী বিভিন্ন নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরাও ধর্মঘট ডেকেছি। দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক কর্মী তাতে শামিল হচ্ছেন। এটিএমের নিরাপত্তা রক্ষীদের ইউনিয়নও আমাদের সঙ্গে রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই বুধবার এটিএম পরিষেবাও ব্যাহত হবে।’’

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাঙ্ক এমপ্লয়িজ় ধর্মঘটের ডাক না দিলেও, এতে নৈতিক সমর্থন জানিয়েছে। তবে ভারতীয় মজদুর সঙ্ঘ অনুমোদিত দু’টি ইউনিয়ন ন্যাশনাল অর্গানাইজ়েশন অব ব্যাঙ্ক অফিসার্স এবং ন্যাশনাল অর্গানিজ়েশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্স ধর্মঘটকে সমর্থন করছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement