bank employees

ব্যাঙ্ক কর্মীদের বেতন চুক্তি চূড়ান্ত

বুধবার চুক্তিতে সই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং কর্মী-অফিসারদের ইউনিয়নগুলি।

Advertisement
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৫:০৭
Share:

প্রতীকী ছবি।

চূড়ান্ত হল ব্যাঙ্ক অফিসার এবং কর্মীদের বেতন চুক্তি। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-সহ কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্কের কর্মী-অফিসারদের বেতন বাড়বে ১৫%। যা ২০১৭ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। বুধবার চুক্তিতে সই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং কর্মী-অফিসারদের ইউনিয়নগুলি। আইবকের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দাস এবং এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, তিন বছর ধরে আলোচনার পরে বেতন চুক্তি হল। তবে পেনশন বৃদ্ধি এবং সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি মানেনি আইবিএ। ব্যাঙ্ক অব বরোদা রিটায়ার্ড এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অমল ঘোষ বলেন, ‘‘এ বারও আমরা বঞ্চিত হলাম।’’
নিজস্ব সংবাদদাতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement