Auto

ভোল বদলে ১৪ বছর পর ভারতের বাজারে ফিরল বাজাজ চেতক

মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ করল বাজাজের সেই ইলেকট্রিক স্কুটার চেতক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৪:৩৬
Share:

বাজাজ চেতক ই-স্কুটার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

নতুন রূপে ফিরে এল পুরনো স্মৃতি। যাঁরা স্কুটার চালাতেন, তাঁদের হৃদয়ে বাজাজ চেতকের স্থান ছিল পাকা। কিন্তু বাইকের রমরমার বাজারে বন্ধ হয়ে গিয়েছিল বাজাজের চেতক স্কুটার। ১৪ বছর পর ফিরে এল সে। তবে এ বার স্কুটি রূপে। মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ করল বাজাজের সেই ইলেকট্রিক স্কুটার চেতক।

Advertisement

নতুন এই চেতক কোনও ভারতীয় সংস্থার তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার। আর্বানে ও প্রিমিয়াম— এই দু’টি মডেল প্রাথমিক ভাবে এসেছে বাজারে। ছ’টি ভিন্ন রঙে পাওয়া যাবে এই ই-স্কুটার। এতে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির আয়ুষ্কাল প্রায় ৭০ হাজার কিলোমিটার। আট বছর ওয়ার‌্যান্টি রয়েছে সেই ব্যাটারির। একশো শতাংশ চার্জ হতে ব্যাটারির সময় লাগবে পাঁচ ঘণ্টা। সেই চার্জে ইকো মোডে যাওয়া যাবে ৯৫ কিলোমিটার ও স্পোর্টস মোডে ৮৫ কিলোমিটার।

এ ছাড়াও এই স্কুটারে থাকবে এলইডি হেডলাইট। সঙ্গে ডিজিটাল প্যানেল বক্স। ভারতের বাজারে এই ই-স্কুটারের আরবানে মডেলের দাম হবে এক লক্ষ টাকা। প্রিমিয়াম মডেলের দাম এক লক্ষ ১৪ হাজার টাকা। বুধবার থেকে ভারতের বাজারে চেতকের বুকিং নেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন বাজাজ কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন: মূল্যবৃদ্ধির হার চড়ল, সুদ কমবে কী করে!

আরও পড়ুন: চাকরির বাজারে থাবা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement