কর ফাঁকি রুখতে
করের টাকায় দেশের উন্নয়নের জন্য ঠিক কী কী কাজ করা হয়, আগে সে ব্যাপারে করদাতাদের সচেতনতা বাড়ানো জরুরি। কারণ তা কর ফাঁকি আটকানোর বড় অস্ত্র হতে পারে। শনিবার কলকাতায় ডিরেক্ট ট্যাক্সেস প্রফেশনালস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের (সিবিডিটি) সদস্য গোপাল মুখোপাধ্যায়।
গোপালবাবুর দাবি, ‘‘এখন ক্রেডিট কার্ড থেকে শুরু করে সম্পত্তি নথিভুক্তির মতো সমস্ত ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে করদাতাদের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি চলে আসে আয়কর দফতরের হাতে। তাই কর ফাঁকি দিয়ে পার পাওয়া কঠিন। এটাও করাদাতাদের বোঝানো জরুরি।’’
পাশাপাশি, কর মেটানোর প্রবণতা বাড়াতে কর-সংস্কৃতি তৈরি করা জরুরি বলে জানান আয়কর আইনজীবীদের ওই সংগঠনের চেয়ারম্যান নারায়ণ জৈন। তাঁর আক্ষেপ, ‘‘আমাদের দেশে কর-সংস্কৃতির অভাব রয়েছে।’’ সভায় উপস্থিত সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং আর কে অগ্রবাল উভয়েই কর দেওয়ার ব্যাপারে উৎসাহিত করার ক্ষেত্রে আইনজীবীদের বিশেষ ভূমিকার উপর জোর দেন।