Flats

আবাসনের বাজার চাঙ্গা শহরে

কলকাতায় পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করছে এই মার্লিন গোষ্ঠী। সাকেত জানান, এর প্রথম অংশ (৭ লক্ষ বর্গফুটের) আগামী বছরের ডিসেম্বরে খুলবে। পরের অংশ (২৩ লক্ষ বর্গফুট) খুলবে ২০২৯-এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৫:১৯
Share:

— প্রতীকী চিত্র।

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে কলকাতায় বিলাসবহুল (১ কোটি টাকার বেশি দামি) আবাসনের চাহিদা বাড়লেও, পিছিয়ে নেই সাধ্যের ফ্ল্যাট এবং বাড়ি (৫০ লক্ষের মধ্যে) বিক্রি। শুধু অতি বিলাসবহুলের (৫ কোটি টাকার বেশি) বিক্রি শ্লথ বলে দাবি মার্লিন গোষ্ঠীর এমডি সাকেত মোহতার। সোমবার তিনি জানান, রাজ্যে মার্লিনের নির্মীয়মাণ আবাসনগুলিতে এই প্রবণতাই স্পষ্ট। বর্তমানে দেশ জুড়ে ৪ কোটি বর্গফুট আবাসন, অফিস এবং বিপণন কেন্দ্রও গড়ছে তারা। যেখানে লগ্নির অঙ্ক প্রায় ২০,০০০ কোটি টাকা।

Advertisement

কলকাতায় পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করছে এই মার্লিন গোষ্ঠী। সাকেত জানান, এর প্রথম অংশ (৭ লক্ষ বর্গফুটের) আগামী বছরের ডিসেম্বরে খুলবে। পরের অংশ (২৩ লক্ষ বর্গফুট) খুলবে ২০২৯-এ। মোট লগ্নি হচ্ছে ১৭০০ কোটি টাকা। একাধিক আন্তর্জাতিক সংস্থা এখানে আসতে আগ্রহ দেখিয়েছে। কলকাতার পাশাপাশি পুণে, নবি মুম্বই, ভুবনেশ্বর, চেন্নাইয়েও নতুন আবাসন প্রকল্প তৈরি হচ্ছে কিংবা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান গোষ্ঠীর চেয়ারম্যান সুশীল মোহতা। এ দিন গোষ্ঠীর নতুন লোগো প্রকাশ করেছে মার্লিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement