Savings

দেশে সঞ্চয় বৃদ্ধির ইঙ্গিত ক্রিসিলের

সংশ্লিষ্ট মহলের মতে, এখনও পর্যন্ত সঞ্চয়ের বিভিন্ন পরিসংখ্যানে উদ্বেগই তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে আমজনতার উপরে মূল্যবৃদ্ধি এবং সুদবৃদ্ধির আশঙ্কাজনক প্রভাব নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ০৫:১৭
Share:

—প্রতীকী চিত্র।

গত অর্থবর্ষে ভারতে পারিবারিক সঞ্চয় ফের মাথা তুলেছে বলে মনে করছে মূল্যায়ন সংস্থা ক্রিসিল মার্কেট ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স। তাদের দাবি, এ ব্যাপারে কিছু আগাম ইঙ্গিত মিলেছে। যা তুলে ধরছে, ২০২৩-২৪ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের প্রবণতা পুনরুজ্জীবিত হয়েছে। আর আগের থেকে কমেছে পরিবারগুলির খরচ বৃদ্ধির হার।

Advertisement

সংশ্লিষ্ট মহলের মতে, এখনও পর্যন্ত সঞ্চয়ের বিভিন্ন পরিসংখ্যানে উদ্বেগই তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে আমজনতার উপরে মূল্যবৃদ্ধি এবং সুদবৃদ্ধির আশঙ্কাজনক প্রভাব নিয়ে। গত বছর সরকারি পরিসংখ্যানে পারিবারিক আর্থিক সঞ্চয়ের মুখ থুবড়ে পড়ার ছবি আলোড়ন ফেলেছিল দেশ জুড়ে। নিট হিসাবে তার হার ২০২১-২২ সালের ৭.৩% থেকে যেখানে নেমেছিল, সেই ৫.৩% ছিল ৪৭ বছরের সর্বনিম্ন। শুধু তা-ই নয়, গত মাসেও কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের হিসাব জানিয়েছে, নিট সঞ্চয় দু’বছরে ৯ লক্ষ কোটি টাকা কমেছে। ২০২০-২১ সালে ছিল ২৩.২৯ লক্ষ কোটি, ২০২২-২৩ অর্থবর্ষে ঠেকেছে ১৪.১৬ লক্ষ কোটিতে। অন্য দিকে, বেড়েছে ধার। তা ৬.০৫ লক্ষ কোটি থেকে উঠেছে ১১.৮৮ লক্ষ
কোটি টাকায়।

এই হিসাব নিয়ে হইচই শুরু হওয়ার পরেই কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বার্তা দেন, সাবেক ব্যাঙ্ক সঞ্চয়ের বদলে অন্যান্য ক্ষেত্রে লগ্নি বাড়াচ্ছেন সাধারণ মানুষ। ফলে উদ্বেগের কোনও কারণ নেই। যদিও মূল্যায়ন সংস্থা ইক্রা বলেছিল, গত কয়েক বছরে বাড়ি, গাড়ি-সহ বিভিন্ন ঋণে সুদের বোঝা উত্তরোত্তর বেড়েছে। এই দায়ই টেনে নামিয়েছে সঞ্চয়কে। এমনকি, ২০২৩-২৪ অর্থবর্ষেও এই প্রবণতা বজায় থাকতে পারে। রিজ়ার্ভ ব্যাঙ্কের কিছু পদক্ষেপ সফল হলে চলতি অর্থবর্ষে তা বাড়তে পারে।

Advertisement

ক্রিসিল বলেছে, গত অর্থবর্ষে দেশের সার্বিক সঞ্চয় বেড়েছে। যার মধ্যে পারিবারিক সঞ্চয়ের ভাগ ৬০%। ব্যাঙ্ক আমানত থেকে ফান্ড, বিভিন্ন ধরনের লগ্নি বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। খুচরো ঋণও কম হারে বেড়েছে। আবাসনের মতো সম্পদে লগ্নি করছে বহু পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement